এবার মালয়েশিয়ায় শাকিবের ‘দরদ’

'দরদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাইয়ের পর এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত 'দরদ' সিনেমাটি। 

আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে সিনেমাটি। 

এর আগে শাকিব অভিনীত 'প্রিয়তমা' ও 'তুফান' সিনেমা দুটি মালয়েশিয়া মুক্তির পর প্রবাসীদের মধ্যে সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় 'দরদ' সিনেমাটি মুক্তি পাচ্ছে। 

বাংলাদেশী প্রদর্শনী সংস্থা জেটিজি এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি এবং হেপী ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুর সেখানে সিনেমাটি মুক্তি দিচ্ছে। 

যেসব হলে 'দরদ' সিনেমাটি দেখা যাবে তা হলো-কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান ,সেলায়াং,শাহ আলম আইসিটি ,কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি ,বাতু পাহাত।

অনন্য মামুন পরিচালিত 'দরদ' সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকেই। 

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

5h ago