৮ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী অঞ্জনা

অভিনেত্রী অঞ্জনা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী অঞ্জনা। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান অসুস্থ হয়ে আট দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রক্তে সংক্রমণ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

তবে আট দিনেও তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর ছেলে নিশাত মণি।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিসেম্বর মাসের শুরুতে মা জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় গত ২২ ডিসেম্বর তাকে  হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও সুস্থ হননি।'

অভিনেত্রী অঞ্জনা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী অঞ্জনা। ছবি: সংগৃহীত

'চিকিৎসক জানিয়েছেন, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। সেই সঙ্গে রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কেউ জানুক। ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি', যোগ করেন মণি।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

7h ago