শাকিবের দরদ আসছে ওটিটির পর্দায়

শাকিব খান
শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দরদ এবার আসছে ওটিটির পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আগামী ১৬ জানুয়ারি এটি মুক্তি পাবে বলে জানা গেছে।

আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছে, 'দুলু মিয়াকে কি শেষ পর্যন্ত আইস্ক্রিনে খুঁজে পাওয়া যাবে?'

গত বছরের ১৫ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। এই সিনেমার গল্পে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।

সিনেমাটির পরিচালক অনন্য মামুন বলেছিলেন, দরদ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। কিন্তু সিনেমাটি এখনও ভারতেই মুক্তি পায়নি। তার আগেই ওটিটি প্ল্যটফর্মে মুক্তি পাচ্ছে।

সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন ভারতের পায়েল সরকার, রাহুল দেব।

Comments

The Daily Star  | English

Foreigner detained with over 8kg cocaine at Dhaka airport

The street value of the seized contraband is around Tk 130 crore

43m ago