হলে গিয়ে ‘দরদ’ দেখবেন শাকিব

শাকিব খান। ছবি: সংগৃহীত

'দরদ' সিনেমাটি প্রেক্ষাগৃহে বসে দেখবেন শাকিব খান। এ কারণে তিন সিনেমাহলের সব টিকিট কিনে নিয়েছে রিমার্ক-হারল্যান পরিবার।

আগামী শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সে 'দরদ' সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে।

গত ১৫ নভেম্বর থেকে দেশের ৮৩ সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত 'দরদ'। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশে। 

রোমান্টিক-থ্রিলার গল্পের 'দরদ' সিনেমায় শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছে না দর্শক। দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথমদিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে 'দরদ' দেখতে দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। 

এদিকে 'দরদ' মুক্তির সময় 'বরবাদ' সিনেমার শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমের কল্যাণে দর্শকদের 'দরদ' উন্মাদনা দেখছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড়পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব। 

শাকিব খান বলেন, 'প্রথমদিন থেকে "দরদ" সিনেমাটি দেখতে দর্শক  প্রেক্ষাগৃহে ছুটে আসছে। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদমাধ্যমে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও "দরদ" ভরা ভালোবাসা।'

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

14h ago