‘জংলি’ আমার কাছে স্পেশাল: সিয়াম

সিয়াম আহমেদ অভিনীত পোড়ামন টু, দহন, মৃধা বনাম মৃধা, ফাগুন হাওয়ায় সিনেমাগুলো দর্শকদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছে। ঢাকাই সিনেমার একজন দর্শকপ্রিয় নায়ক তিনি। তার অভিনীত নতুন সিনেমা 'জংলি' এবারের ঈদে মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারণার জন্য ভীষণ ব্যস্ত সময় পার করছেন তিনি।
'জংলি' সিনেমা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন সিয়াম।
সিয়াম বলেন, নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। খুব ব্যস্ত সময় পার করছি। এখন প্রচারণার জন্য কাজ করছি।
এবারের ঈদে সিয়াম অভিনীত 'জংলি' সিনেমা ছাড়াও আফরান নিশোর 'দাগি', শাকিব খানের 'বরবাদ', মোশাররফ করিমের 'চক্কর ৩০২', সজলের 'জ্বীন থ্রি' মুক্তি পাচ্ছে। অন্যদের সিনেমাকে প্রতিযোগিতার চোখে দেখেন কি না, জানতে চাইলে সিয়াম বলেন, না। সবার সিনেমার জন্য ভালোবাসা। আমি ভালোবাসার চোখে দেখি। সবাই আমার সহকর্মী।

তিনি আরও বলেন, ঈদের সব সিনেমা দেখব। সবার সিনেমা দেখব। পুরো টিম নিয়ে অন্যদের সিনেমা দেখব।
অন্য নায়কদের প্রতিযোগী মনে করেন কি না, জানতে চাইলে সিয়াম বলেন, না। আমরা একই পরিবার এবং শিল্পী। কাউকে প্রতিযোগী মনে করি না।
এক প্রশ্নের জবাবে ঢালিউডের এই নায়ক বলেন, আমার দর্শক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। তাদের ভালোবাসায় আমি সিয়াম। তাদের জন্য ভালোবাসা। আশা করছি 'জংলি' সিনেমা তাদের ভালোবাসায় সিক্ত হবে।
'জংলি' সিনেমার জন্য অনেক কষ্ট ও পরিশ্রম করেছেন এটাকে কীভাবে দেখেন, জবাবে সিয়াম বলেন, অভিনয় ভালোবাসি। এটাকে কষ্ট হিসেবে দেখি না। কাজ হিসেবে দেখি। ভালোবাসা হিসেবে দেখি। এর জন্যই আমি। স্বীকার করছি 'জংলি'তে অনেক শ্রম দিতে হয়েছে। কিন্তু এটা তো সিনেমার জন্যই করেছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বেশকিছু সিনেমা দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন। আমার নিজের অভিনীত সবগুলো সিনেমাকে যেন ছাড়িয়ে যেতে পারে জংলি। সবার কাছে এটাই আমার চাওয়া। আমার করা অতীতের সিনেমাগুলোর রেকর্ড ভাঙুক 'জংলি'। তাহলেই আমার কষ্ট সার্থক হবে।
জংলি সিনেমায় কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, 'জংলি' সিনেমার জন্য যখন স্ক্রিপ্ট লেখা হয়, তখন থেকেই আমি জড়িত ছিলাম। সাধারণত স্ক্রিপ্ট তৈরি হওয়ার পর আমরা যুক্ত হই। কিন্তু এখানে শুরু থেকেই যুক্ত ছিলাম।

তিনি বলেন, জংলি সিনেমার জন্য অনেক সময় দিয়েছি। অনেক যত্ন নিয়ে কাজটি হয়েছে। সহশিল্পীরা অনেক শ্রম ও ভালোবাসা দিয়েছেন। সবাইকে সব শিল্পীরা সম্মান করেছেন কাজটি করার সময়। নানা কারণে জংলি আমার কাছে অনেক কিছু।
এক প্রশ্নের জবাবে সিয়াম বলেন, 'জংলি' আমার কাছে স্পেশাল সিনেমা।
'জংলি সিনেমার গল্পটা অনেক শক্তিশালী। দর্শকরা হলে গেলেই বুঝতে পারবেন। এটা আমাদের নিজেদের গল্প। আমাদের দেশের গল্প। আশপাশে ঘটে যাওয়া গল্প।'
প্রচারণার বিষয়ে সিয়াম বলেন, অনেক পরিকল্পনা হাতে নিয়েছি আমরা প্রচারের জন্য। দর্শকরা দেখতে শুরু করেছেন। আরও ব্যতিক্রমী কিছু কাজ তৈরি আছে। বিনোদনের মাধ্যমে দর্শকদের আমন্ত্রণ জানাতে চাই। এক এক করে সব দেখবেন।
'জংলি আমার সবচেয়ে পছন্দের কাজ। আবারও বলছি, জংলি আমার কাছে স্পেশাল। দর্শকদের জংলির সঙ্গে যুক্ত করতে চাই', বলেন তিনি।
Comments