প্রেক্ষাগৃহে মুক্তিতে বাধা নেই নিশোর ‘দাগি’র

দাগি
দাগিতে নিশো। ছবি: সংগৃহীত

আজ ২৪ মার্চ সেন্সর সার্টিফিকেট পেয়েছে শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমাটি। এটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশোর দ্বিতীয় এ সিনেমাটি প্রদর্শনে এখন আর কোনো বাধা রইল না।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ–প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

দাগি
ছবি: সংগৃহীত

আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, 'ঈদে সবাই মিলে যেন সিনেমা উপভোগ করতে পারেন, তেমন সিনেমাই আমরা করতে চেয়েছি এবং সেটি করতে পেরেছি বলে মনে হয়। কারণ সেন্সর সার্টিফিকেশন বোর্ড দাগি সিনেমাকে ইউ গ্রেড দিয়েছে। দাগি দুর্দান্ত গল্পের সিনেমা। ঈদে সপরিবারে দেখার মতো সিনেমা।'

দাগি মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প বলে জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন।

সেন্সর সার্টিফিকেট পেয়ে তিনি বলেন, 'দাগি গল্প নির্ভর সিনেমা, দেখার মতো অভিনয়ের সিনেমা। এমন গল্প দেশে হয়নি বললেই চলে।'

এর ধারণা দিয়ে তিনি বলেন, 'নিশান–জেরিনের ভালোবাসা–বিরহের গল্প দাগি। একই সঙ্গে দাগি চরিত্র দুটির অনুশোচনার গল্পও। তাই আমরা বলছি, দাগি মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প।'

দাগি সিনেমায় আরো অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে। দাগি সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago