দেশে জমজমাট, বাইরে মুক্তির অপেক্ষায় ঈদের ৩ ছবি

বরবাদ, দাগি ও জংলি সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বরবাদ, দাগি, জংলি—ঈদে মুক্তি পাওয়া এই তিন চলচ্চিত্রই ব্যবসাসফল হওয়ার পথে রয়েছে।

ঈদের দুই সপ্তাহ পরও মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক ভিড় করছে এই ছবিগুলো দেখতে। এসব ঢালিউড ছবির দৌরাত্ম্যের কারণে ঈদের পর এখনো কোনো বিদেশি ছবি মুক্তি পায়নি মাল্টিপ্লেক্সের পর্দায়। 

দেশে ভালো ব্যবসা করা এই ছবিগুলো দেশের বাইরেও মুক্তি পাচ্ছে। দাগি ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। বাকি দুই ছবিও অস্ট্রেলিয়ায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

শাকিব খান অভিনীত বরবাদ ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, স্যান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, মেরিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়ায় এবং কানাডার মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টোতে মুক্তি পাবে ছবিটি। 

২৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাবে বরবাদ। পরবর্তীতে মধ্যপ্রাচ্যেও মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।  

এই ছবির পরিবেশনার দায়িত্বে আছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। 

সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত 'জংলি' সিনেমাটি কানাডা, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল। 

কানাডা ও যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে সহপরিবেশক হিসেবে থাকছে রেভেরি ফিল্মস। সুইডেনে ফ্রেন্ডস মুভিজ ও অস্ট্রেলিয়ায় বঙ্গজ ফিল্মসের পরিবেশনায় মুক্তি পাবে জংলি। 

শিহাব শাহীন পরিচালিত ও আফরান নিশো অভিনীত 'দাগি' অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। সিনেমাটির পরিবেশন পথ প্রোডাকশনস জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫টি শোর অগ্রিম টিকিট বিক্রি চলছে। একই পরিবেশকের মাধ্যমে সামনে নিউজিল্যান্ডে মুক্তি পাবে দাগি। 

যুক্তরাষ্ট্র ও কানাডাতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

6h ago