জন্মদিনের রাতে ভক্তদের জন্য শাকিবের জোড়া উপহার

শাকিব খানের জন্মদিন ছিল গতকাল ২৮ মার্চ। এইদিনে রাতে ভক্তদের জোড়া উপহার দিয়েছেন তিনি। সকাল থেকেই তার ভক্তরা অপেক্ষায় ছিলেন এই উপহারের জন্য।
জন্মদিনের সন্ধ্যায় আসে ঈদুল ফিতরের 'বরবাদ' সিনেমার আইটেম গান 'চাঁদ মামা'। গানটিতে শাকিব খানের সঙ্গে আছেন ভারতের নুসরাত জাহান। গানটি গেয়েছেন প্রীতম হাসান। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা ও সুরও প্রীতমের। ইউটিউবে ইতোমধ্যে গানটির ভিউ এক মিলিয়ন ছাড়িয়েছে।
মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ভারতের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত।

জন্মদিনে শাকিব খানের 'চাঁদ মামা' গানের রেশের মাঝেই রাত ১০ টার দিকে আগামী ঈদুল আজহায় 'তাণ্ডব' সিনেমার শাকিব খানের ফার্স্ট লুক প্রকাশ করেন পরিচালক রায়হান রাফী। ইতোমধ্যে 'তাণ্ডব' সিনেমার শুটিং শুরু হয়েছে।
সিনেমার ফাস্টলুক পোস্টার প্রকাশের আগে পরিচালক লিখেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা মেগাস্টার শাকিব খান! দম বন্ধ করে রাখুন, তাণ্ডব আসছে!'
Comments