এই ঈদে দেশজুড়ে দেড়শ হলে ২৬ কোটি টাকার ৬ সিনেমা

এবার ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে 'বরবাদ', 'দাগি, 'অন্তরাত্মা, 'জংলি, 'জ্বীন-৩', 'চক্কর ৩০২'। এই ছয় সিনেমার বাজেট প্রায় ২৬ কোটি টাকা। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সিনেমা নির্মাণের বাজেটের বিষয় জানা গেছে।

প্রেক্ষাগৃহ মালিক সমিতির সূত্রে জানা গেছে, দেশে নিয়মিত সিনেমা হলের সংখ্যা এখন ৭০টির বেশি। ঈদ উপলক্ষে আরও ৭০টির মতো অনিয়মিত সিনেমা হল খোলে। সব মিলিয়ে সিনেমা হলের সংখ্যা দেড়শ থেকে ১৬০টি হতে পারে। তবে, এবার ঈদের সিনেমার হিসাব পাল্টে গেছে শাকিব খান অভিনীত 'বরবাদ' ও 'অন্তরাত্মা'র কারণে। এই সিনেমা দুটি সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে৷

ঈদে এককভাবে সর্বোচ্চ ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ'। মূলত রিভেঞ্জ থ্রিলার ঘরানার এই সিনেমা তৈরি হয়েছে প্রতিশোধ ও প্রতারণার গল্প নিয়ে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবুসহ অনেকেই।

'অন্তরাত্মা' ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও আটটি মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি হলে মুক্তি পেয়েছে। পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ভারতের দর্শনা বণিক। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা 'দাগি'। ঈদে মাল্টিপ্লেক্সের সব কটি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি হলে মুক্তি পেয়েছে। শিহাব শাহীন পরিচালিত থ্রিলারধর্মী এই সিনেমার গল্প সমাজের অন্ধকার দিক ও রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। সিনেমায় আরও অভিনয় তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালসহ অনেকেই।

সিয়াম আহমেদ অভিনীত 'জংলি' সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। সিনেমাটি ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণে তৈরি হয়েছে। সিনেমায় আরও অভিনয় করেছেন শবনম বুবলি, প্রার্থনা ফারদিন দীঘি।

হরর সিনেমা 'জ্বীন থ্রি' শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় তৈরি এই সিনেমা আগের দুটি পর্বের মতোই ভয় ও রহস্যে মোড়ানো বলে জানা গেছে। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও সজল।

মোশাররফ করিম অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার 'চক্কর ৩০২'। শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। সিনেমায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

IMF to continue talks with Bangladesh for near-term agreement

The global lender said such an agreement would pave the way for completing the combined third and fourth reviews

1h ago