‘চক্কর’ সিনেমার গল্পই দর্শককে হলে টেনে নিয়ে যাবে: মোশাররফ করিম

চক্কর সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

মোশাররফ করিমের জনপ্রিয়তা ঈর্ষনীয়। ছোট-বড় সব বয়সীদের কাছে তিনি সমান জনপ্রিয়। 

নাটক-সিনেমা-ওটিটি তিন মাধ্যমেই সফল তিনি। কলকাতার সিনেমায় অভিনয় করেও কুড়িয়েছেন প্রশংসা।

ঈদের দিন মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত নতুন সিনেমা 'চক্কর ৩০২'। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।

নতুন সিনেমা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মোশাররফ করিম। 

তিনি বলেন, 'চক্কর সিনেমার প্রিমিয়ারে আমি গিয়েছিলাম। সবার সঙ্গে বসে দেখেছি। যারা উপস্থিত ছিলেন সবারই আশা করছি ভালো লেগেছে। আমিও এনজয় করেছি।'

'আমার বিশ্বাস দর্শকদেরও ভালো লাগবে। সুন্দর গল্পের একটি সিনেমা,' বলেন তিনি।

গল্পের বিষয়ে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, 'দারুণ একটা গল্প পাবেন চক্কর সিনেমায়। গল্পই দর্শককে টেনে নিয়ে যাবে।'

সিনেমাটিতে মোশাররফ করিম অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। এ বিষয়ে তিনি বলেন, 'আমার অভিনীত চরিত্রের নাম মইনুল। তিনি পেশায় একজন পুলিশ অফিসার। নানা রহস্য তার চরিত্রকে ঘিরে। রহস্য, জটিলতা, সম্পর্ক, সব মিলিয়ে দুর্দান্ত একটি গল্প।'

পুলিশ অফিসার চরিত্রটি কতটা উপভোগ করেছেন? এর জবাবে বলেন, 'খুবই উপভোগ করেছি। চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেই কাজটি করেছি।'

চক্কর সিনেমার প্রিমিয়ারে এই অভিনেতা হুইলচেয়ারে করে গিয়েছিলেন। তার পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। 

দর্শকদের উদ্দেশে আপনার বার্তা কী? মোশাররফ করিম বলেন, 'ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। আমার সিনেমাও হলে আছে। দর্শকদের বলব "চক্কর" সিনেমাটি দেখুন।'

এবারের ঈদে ঢাকায় আছেন মোশাররফ করিম। তার ছোটবেলার ঈদ কখনো কেটেছে ঢাকা শহরে, কখনো বরিশালে। 

ফেলে আসা দিনের ঈদ কতটা মিস করেন? জবাবে মোশাররফ করিম বলেন, 'ফেলে আসা ঈদের দিনগুলো অনেক মিস করি। তবে, মিস করে করে তো লাভ নেই। ওই দিন তো ফিরে পাব না।'

এখনকার ঈদ কেমন লাগে? তিনি বলেন, 'ঈদ আনন্দের দিন। আগেকার মতো আনন্দ বড়বেলায় পাওয়া কঠিন। ছোটবেলায় অনেক আনন্দের ছিল ঈদের দিন। নতুন জামা, হইচই, ঈদের নামাজ পড়তে যাওয়া কত স্মৃতি। সব মনে পড়ে।'

Comments

The Daily Star  | English

10-day holiday for Eid-ul-Azha

The decision was made today at a meeting of the advisory council at the Secretariat

42m ago