ইমরানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো নতুন গান

কণ্ঠশিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল তার সংগীতজীবনের শুরু থেকেই নিয়মিত শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন।
সেই ধারাবাহিকতায় নতুন একটি গানের মিউজিক ভিডিও 'পারবো না তোমাকে ছাড়তে' নিয়ে এসেছেন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটিতে তার সহশিল্পী হুমায়রা ঈশিকা।
গানটি ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেলে আজ রোববার প্রকাশিত হয়েছে।
ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পারবো না তোমাকে ছাড়তে' গানটি 'বরবাদ' সিনেমার জন্য করেছিলাম। গানটি তাদের পছন্দও হয়েছিল। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ওই সিনেমার জন্য অন্য একটি গান পছন্দ করায় আমার গানটি আর সেই সিনেমায় ব্যবহৃত হয়নি।
'আমার এই গানটি যেহেতু তৈরি ছিল, তাই ভাবলাম কিছু একটা করি। যেহেতু এটি সিনেম্যাটিক-রোমান্টিক একটি গান, সেইভাবেই দারুণ একটি গল্পে মিউজিক ভিডিও করা হয়েছে', যোগ করেন ইমরান।
তিনি আরও বলেন, 'গানটির ডেমো ভয়েস দেওয়ার সময় কিছু কথা দিয়ে সুর করেছিলাম। পরে প্রযোজনা প্রতিষ্ঠানে পাঠানোর সময় পুরো কথা লিখেছিলাম। এইভাবে গানটা লেখা হয়েছিল। ঠিক চার বছর পর আমার কোনো গানে কেয়া পায়েল মডেল হলেন। আশা করছি, এই সিনেম্যাটিক-রোমান্টিক গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন।'
'পারব না তোমাকে ছাড়তে' গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।
Comments