যুক্তরাষ্ট্রে গানে-সংবর্ধনায় শিল্পী অণিমা রায়

অণিমা রায়
অণিমা রায়। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর বাংলাদেশের খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায় যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছেন। তার এই ভ্রমণ পারিবারিক হলেও এবারের যাত্রায় নিউইয়র্ক, ডালাসসহ বেশ কিছু স্থানে সংবর্ধিত হয়েছেন তিনি।

গত ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে এক আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানে অণিমা রায়কে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বায়োস্কোপ ফিল্মস। সানফ্রান্সিসকোর ফ্রিমন্ট এলাকার একটি অডিটরিয়ামে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেন বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রুবনা রশীদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী নন্দিতা ইয়াসমিনসহ একাধিক শিল্পানুরাগী। আয়োজনের নাম ছিল 'বৈশাখে রবীন্দ্র সঙ্গীতের আসর'। অনুষ্ঠানের শুরুতে শায়লা জামান দিনা ও রাজশ্রীর গানের পর ১৫টি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান অণিমা রায়। শিল্পী তার অনুষ্ঠান শেষ করেন দ্বিজেন্দ্রলাল রায়ের 'ধনধান্য পুষ্পভরা' দিয়ে।

আয়োজন প্রসঙ্গে অণিমা রায় বলেন, 'আমার এবারের ভ্রমণ একেবারেই ব্যক্তিগত। সন্তানকে নিয়ে পরিবারের সঙ্গে অল্প কিছুদিনের জন্য সময় কাটানো। সেখানে এত এত মানুষের ভালোবাসা পাব, তা সত্যিই আনন্দের। একজন শিল্পী এই ভালোবাসা কুড়াতেই গান করেন। নিউইয়র্ক, ডালাস ও সানফ্রান্সিসকোতে যে সম্মানটুকু পেলাম, তা সত্যিই অনেকদিন আরো ভালো কিছু গান করার শক্তি জোগাবে। স্বদেশ পর্যায়ের গানে খেয়াল করলাম শ্রোতারা চোখ মুছছেন। সত্যিই এ এক অভূতপূর্ব প্রাপ্তি আমার। কৃতজ্ঞতা ক্যালিফোর্নিয়ার দর্শকদের প্রতি। এত নিবিষ্ট শ্রোতা-দর্শকের সামনে সত্যিই গাইতে ইচ্ছে করে।'

Comments

The Daily Star  | English

When homes become killing grounds

Husbands killed 19 women on average each month this year

18m ago