নেতিবাচক চরিত্রে বুবলি

আসছে ঈদুল আজহার সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। মুক্তির মিছিলে রয়েছে সাতটি ঢাকাই সিনেমা।
এই সিনেমাগুলোর নায়িকারা হলেন আজমেরি হক বাঁধন, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, পূজা চেরি, মন্দিরাসহ কয়েকজন। থাকছেন শবনম বুবলিও। গত কয়েক বছর ধরেই ঈদে টানা মুক্তি পেয়ে আসছে শবনম বুবলি অভিনীত সিনেমা। এবার ঈদে 'পিনিক' সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় তার নায়ক আদর আজাদ।
এর আগে 'তালাশ' এবং 'লোকাল' সিনেমায় জুটি হিসেবে দেখা গিয়েছিল তাদের। 'পিনিক' এই জুটির তৃতীয় সিনেমা। থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশন নির্ভর ছবিটিতে প্রাধান্য পেয়েছে জিঘাংসা, প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্প। সিনেমায় আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম।
বুবলি অভিনীত 'জংলি' সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। তার আগে 'দেয়ালের দেশ' ও 'লোকাল' ঈদে মুক্তি পেয়েছিল। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে 'পিনিক'।
Comments