ঈদের সিনেমা নিয়ে হলে হলে ছুটছেন তারকারা

এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমার দর্শক বেড়েই চলেছে। কোনো কোনো সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না। আগাম টিকিট বিক্রি হয়ে গেছে একাধিক সিনেমার। দর্শকদের ভিড়, প্রতিক্রিয়া দেখতে সরাসরি হলে গিয়ে খোঁজখবর নিচ্ছেন ঈদের সিনেমার তারকারা।

মুক্তির আগে প্রচারের জন্য যেমন সময় দিয়েছেন তারকারা, এখন যাচ্ছেন বিভিন্ন হলে হলে সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া দেখতে।

ঈদের দিন থেকেই তারকারা তাদের সিনেমার জন্য হলে যাওয়া শুরু করেছেন, যা এখনো অব্যাহত আছে। আগামী কিছুদিন এটা থাকবে।

আফরান নিশো অভিনীত 'দাগি' সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নিশো অভিনয় করেছেন নিশান চরিত্রে। দর্শকরা তার সিনেমাকে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। গতকালও রাজধানীর একটি প্রেক্ষাগৃহে পুরো টিম নিয়ে গেছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই হলে হলে ছুটেছেন এই অভিনেতা।

'দাগি' সিনেমার নায়িকা তমা মীর্জা। ঈদের দিন তিনি তার অভিনীত সিনেমার দর্শকপ্রিয়তা দেখতে হলে যান। তারপর আরও কয়েকদিন গিয়েছেন। তিনি বলেন, বেশ কয়েকটি হলে গেছি আমি। দর্শকদের অনুভূতি ও ভালোবাসা দেখতেই মূলত যাওয়া। আমি অভিভূত।

এই ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা 'জংলি'। অন্য তারকাদের মতো সিয়ামও নিজের সিনেমা মুক্তির পর হলে হলে ছুটছেন। লুঙ্গি পরে জংলি দেখতে সিনেমা হলে গিয়ে আলোচনায়ও এসেছেন তিনি।

'জংলি' সিনেমার জন্য আরও কয়েকদিন একাধিক হলে গিয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়ক। তিনি বলেন, সিনেমা মুক্তির পর হলে হলে যাওয়ার বিষয়টি এদেশে নতুন নয়। অনেক বছর ধরে চলে আসছে। সেখানে ঈদের সিনেমা মুক্তির সময় এই কালচারটি আরও বেশি হয়ে আসছে।

'যতবার হলে গিয়েছি, দর্শকদের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি', বলেন তিনি।

'জংলি' সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘিও। তিনিও হলে গিয়েছেন নিজের সিনেমার খবর নিতে। তিনি বলেন, ঈদের সময় দর্শকদের অনেক ভিড় দেখা গেছে। এটা আমাদের সিনেমার জন্য ভালো খবর।

এই সিনেমার নায়িকা বুবলিও তার অভিনীত সিনেমার জন্যও হলে হলে যাচ্ছেন।

শহীদুজ্জামান সেলিম ঈদে মুক্তি পাওয়া 'বরবাদ' ও 'দাগি' সিনেমায় অভিনয় করেছেন। তিনি বলেন, একটি সিনেমা নির্মাণ করা হয় দর্শকদের জন্য। দর্শকরা যত ভিড় করছেন, ততই দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়াবে। সেজন্য শিল্পীরাও সিনেমা হলে যান খোঁজখবর নেওয়ার জন্য। এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখি।

রাশেদ মামুন অপুর একটি সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। তিনিও নিজের সিনেমা দেখতে হলে গিয়েছেন। তিনি বলেন, ঈদের সিনেমার জন্য হলে হলে যাওয়ার মধ্যে একটা আনন্দ কাজ করে। এই অনুভূতি সত্যিই অন্যরকম।

মোশাররফ করিম অভিনীত 'চক্কর ৩০২' সিনেমা মুক্তি পেয়েছে ঈদের দিন। পায়ের অস্ত্রোপচারের জন্য তিনি সেভাবে বিভিন্ন হলে যেতে পারেননি। তারপরও একদিন গিয়েছেন চক্কর সিনেমার জন্য দর্শকের ভালোবাসা দেখতে। আবারও যাওয়ার ইচ্ছে আছে।

মোশাররফ করিম বলেন, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোনোটা দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন। এটা ভালো দিক। একদিন হলে গিয়ে বুঝেছি।

চক্কর সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী নাগ। তিনিও একাধিকবার হলে গিয়েছেন।

সজল অভিনীত জ্বীন থ্রি মুক্তি পেয়েছে এই ঈদে। ঈদের দিন সজল হলে গিয়েছেন দর্শকদের প্রতিক্রিয়া জানতে। এরপর আরও কয়েকদিন কয়েকটি হলে গিয়েছেন। তিনি বলেন, হলে হলে যাওয়ার ঐতিহ্যটা দারুণ। আমিও যাচ্ছি। ভালো লাগছে।

Comments

The Daily Star  | English

Tribute to July uprising: Drone show lights up Dhaka's sky

In 12 vivid motifs, the July uprising came alive, tracing the heroism of Abu Sayed and the stirring role of women in the movement

5h ago