আট বছর পর চিরকুটের নতুন অ্যালবাম

চিরকুট

দীর্ঘ আট বছর পর প্রকাশ পেয়েছে চিরকুট ব্যান্ডের চতুর্থ অ্যালবাম। 'ভালোবাসাসমগ্র' নামের অ্যালবাম জুড়ে আছে নতুন দশটি গান। শারমিন সুলতানা সুমির কথা-সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট।

অ্যালবামের গানগুলো হলো- দামি, হিয়া, উত্তরে ভালো না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায়, দরদী। এরইমধ‍্যে 'দামি' নামে প্রথম গানটির ভিডিও প্রকাশের পর দর্শকদের মাঝে আলোচিত হয়েছে। আরও দুটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে সামনে।

নতুন অ্যালবাম প্রকাশ সম্পর্কে চিরকুট বলে, 'আমরা মনে করি ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। এমনিতে জীবন খুবই ছোট। আর এই জীবনটাও ভালোবাসার জন্য যথেষ্ট না। তাই এই অসীম স্পিরিটের সঙ্গে থাকতে, নানা আঙ্গিকের ভালোবাসাকে কেন্দ্র করে দশটি গান নিয়ে শ্রোতাদের জন্য চিরকুটের উপহার ভালোবাসাসমগ্র।'

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago