‘মধুমিতা সিনেমা হল আছে, থাকবে’

মধুমিতা সিনেমা হল
মধুমিতা সিনেমা হল। ছবি: স্টার

মতিঝিলে অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে তিন বছর আগে। মধুমিতা সিনেমা হল উদ্বোধন হয় ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। মধুমিতা সিনেমা হলে কয়েক প্রজন্মের সিনেমা দেখার সাক্ষী হয়ে আছেন অনেকেই।

কিন্তু মাঝেমধ্যেই শোনা যায় ঐতিহ্যবাহী এ সিনেমা হল বন্ধের খবর। আসলেই কি বন্ধ হচ্ছে এই প্রেক্ষাগৃহ?

বিষয়টি নিয়ে মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি কোনোদিন প্রেক্ষাগৃহ একেবারে বন্ধ করার কথা বলিনি। হয়তো কিছুদিনের জন্য বন্ধ থেকেছে বিভিন্ন কারণে। কোটি টাকা দিয়ে হলের মানোন্নয়ন করলাম কিছুদিন আগে। আবার সিনেমার পর্দা ঠিক করব। গত এক সপ্তাহ ধরে এসি নষ্ট হয়ে আছে। অনেকে এটা নিয়ে অভিযোগ করেছেন। সেটা ঠিক করার কাজ চলছে। আগামী কয়েকদিনে ঠিক হয়ে যাবে আশা করছি। এতকিছু কি বন্ধ করার জন্য করছি?'

ইফতেখার উদ্দিন নওশাদ। ছবি: স্টার

বর্তমানে হলটিতে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত 'তাণ্ডব' সিনেমা চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই সিনেমার শো দ্বিতীয় সপ্তাহ পার করে তৃতীয় সপ্তাহের মতো চলছে। বেশ ভালোই চলছে। মাঝেমধ্যে পাইরেসির কারণে দর্শক একটু কমেছিল। এখন আবার চলছে ঠিকঠাক। শাকিব খানের সিনেমা ভালো ব্যবসা করে। দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছে সিনেমা হলের ব্যবসা।

আগামী সপ্তাহ থেকে এই হলে তানিম নূর পরিচালিত 'উৎসব' সিনেমা দেখানো হবে বলে জানান ইফতেখার উদ্দিন নওশাদ। বলেন, 'মধুমিতা হলেও এই সিনেমাটির শুটিং হয়েছে।'

Comments

The Daily Star  | English
national citizen party rally in Dhaka

NCP rally begins at Shaheed Minar

The event started at 5:00pm

1h ago