জন্মদিনে কিছু মনে হয় না, অন্য দিনের মতোই লাগে: আফজাল হোসেন

আফজাল হোসেন
আফজাল হোসেন। ছবি: স্টার

এ দেশের টেলিভিশন নাটকে নতুন যুগের সূচনা করেছিলেন আফজাল হোসেন। চিরসবুজ নায়ক বলা হয় তাকে। একাধারে অভিনেতা, নির্মাতা, চিত্রশিল্পী। লেখালেখিও করেন। বিজ্ঞাপন নির্মাণেও রেখেছেন অনন্য ভূমিকা।

অভিনয়ে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতার আজ জন্মদিন।

তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত 'তাণ্ডব' সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন আফজাল।

বিটিভির স্বর্ণযুগের অনেক নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন গুণী এই শিল্পী। তার সাড়া জাগানো নাটকের মধ্যে 'পারলে না রুমকি', 'কূল নাই কিনার নাই', 'রক্তের আঙুরলতা' অন্যতম। হুমায়ূন আহমেদের লেখা 'বহুব্রীহি' নাটকেও তিনি অভিনয় করেছেন।

টেলিভিশন নাটকে আফজাল-সুবর্ণা জুটি হিসেবে নন্দিত হয়েছেন, সফলতা পেয়েছেন। এই জুটি নিয়ে এখনো আলোচনা হয়।

আফজাল অভিনয় জীবন শুরু করেছিলেন মঞ্চ দিয়ে। সাতক্ষীরা থেকে একসময় ঢাকায় আসেন পড়ালেখার জন্য। চারুকলায় ভর্তি হন এবং যোগ দেন 'ঢাকা থিয়েটারে'। এই দলের হয়ে অনেকগুলো সফল মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন। এখনো তিনি অভিনয় ও পরিচালনায় সরব। ওটিটিতেও অভিনয় করছেন।

জন্মদিন প্রসঙ্গে প্রশ্ন করতেই আফজাল হোসেন বলেন, 'সত্যি কথা বলতে জন্মদিনে কিছু মনে হয় না। অন্য দিনের মতোই লাগে। বড় পরিসরে কিছু করি না। তবে, পরিবার থেকে করা হয়। বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা পাই, কাছের মানুষেরা উইশ করেন। তাদের জন্যই দিনটি বিশেষ হয়ে উঠে।'

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'একেকজন মানুষ একেক রকম হয়। আচার ব্যবহারও ভিন্ন হয়। যখন থেকে অভিনয় শুরু করি, সেইসময় যখন আমাকে নিয়ে নিউজ হতো, সেসব কখনো কাটিং করে রাখিনি। নাটক কিংবা সিনেমার শুটিং করার পর স্ক্রিপ্ট সংগ্রহে রাখিনি। কিছুই রাখিনি। কাজ করে গেছি শুধু।'

তার ভাষ্য, 'আমি নিজে যে মানুষ, তা যেন না হারাই—সবসময় মাথায় রেখেছি কথাটি। আসল মানুষটি যেন না হারায়। যেকোনো শিল্পীর জন্য আসল মানুষটিকে ধরে রাখা দরকার।'

তিনি বলেন, 'রাজ্জাক সাহেব অনেক সিনেমা করেছেন। একটা সময় তিনি এ দেশের সিনেমাকে রক্ষা করেছেন, সমৃদ্ধ করেছেন। তার সময়ে ভিন্ন দেশের সিনেমাও মুক্তি পেত। কিন্তু, তার সিনেমা কিন্তু প্রচুর মানুষ দেখেছেন।

দর্শকদের তিনি হলমুখি করিয়েছেন। কাজই ছিল তার সব।'

আত্মজীবনী লেখার প্রশ্নে তিনি বলেন, 'আত্মজীবনী লেখা শুরু করেছি। ছেলেবেলার অনেক ঘটনা লিখেছি। এখন ঢাকার পর্ব লিখব। এটা শেষ করতে চাই।'

Comments

The Daily Star  | English
Hilsa fish production in Bangladesh

Hilsa: From full nets to lighter hauls

This year, fishermen have been returning with lesser catches and bigger losses.

14h ago