ববিতা - জাফর ইকবাল জুটির একগুচ্ছ প্রেমের গান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। কালজয়ী অনেক সিনেমায় অভিনয় করে পেয়েছেন মানুষের অন্তহীন ভালোবাসা। আজ ৩০ জুলাই নন্দিত এই অভিনেত্রীর জন্মদিন।
ববিতা নায়ক জাফর ইকবালের সঙ্গে জুটি হয়ে প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করেছিলেন। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। প্রেমের কথাও শোনা যেত সেই সময়ে। এমন গুঞ্জনের সময়েই মুক্তি পেয়েছিল 'অবুঝ হৃদয়' সিনেমাটি। এই সিনেমায় 'তুমি আমার জীবন' গানটি ব্যাপক আলোচিত হয়েছিল সেই সময়।
জাফর ইকবাল-ববিতা জুটি অভিনীত একগুচ্ছ প্রেমের গান নিয়ে আজকের এই আয়োজন। ববিতার জন্মদিনে গানগুলো আবার শুনে নিতে পারেন।
১
ববিতা ও জাফর ইকবাল অভিনীত 'প্রেমিক' সিনেমার 'ফুল ফোটা ফাগুনে' গানটি গেয়েছেন রুনা লায়লা-এন্ড্রু কিশোর। গানটির সুরকার ছিলেন আলাউদ্দিন আলী।
২
'ফকির মজনু শাহ' সিনেমার 'প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী' গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন রুনা লায়লা ও নায়ক জাফর ইকবাল নিজে। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুরকার ছিলেন আলাউদ্দিন আলী।
৩
'অবুঝ হৃদয়' সিনেমায় 'তুমি আমার জীবন' দ্বৈতকণ্ঠে গেয়েছেন রুনা লায়লা-এন্ড্রু কিশোর। গানটির সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
৪
'দোষী' সিনেমায় 'আমি তোমার ভালোবাসার চিঠি পেলাম' গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। গানটির সুরকার ছিলেন আলাউদ্দিন আলী।

৫
'একমুঠো ভাত' সিনেমায় 'এতো রূপের গরব করিস না' গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন খুরশিদ আলম, সাবিনা ইয়াসমিন। গানটির সুরকার ছিলেন আলম খান।
৬
'চোর' সিনেমায় 'শোন রে শোন রে শোন' গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটির সুরকার ছিলেন সত্য সাহা।
৭
'প্রেমিক' সিনেমায় 'তুমি কি কহিলা কানে আগুন দিলা প্রাণে' গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ।
৮
'হারজিৎ' সিনেমায় 'চিঠি থেকে জানাশোনা' গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন, খন্দকার ফারুক আহমেদ।
Comments