এই ৪ তারকার প্রিয় বন্ধু কারা?

বাঁধন, বিদ্যা সিনহা মিম, রুনা খান ও তমা মীর্জা। ছবি: সংগৃহীত

'বন্ধু' শব্দটি ছোট। কিন্তু এর গভীরতা অনেক। আজ বিশ্ব বন্ধু দিবসে তারকারা কথা বলেছেন তাদের বন্ধুদের নিয়ে।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে নিজেদের বন্ধুদের নিয়ে অভিমত প্রকাশ করেছেন বাঁধন, বিদ্যা সিনহা মিম, রুনা খান ও তমা মীর্জা।

রেহানা মরিয়ম নূর, আজমেরী হক বাঁধন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার,
আজমেরী হক বাঁধন। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

বাঁধন

আমার প্রিয় বন্ধুদের মধ্যে রয়েছ সিনথিয়া, শান্তা, রিতি। আমার কাজিন সামিয়াও ভালো বন্ধু। এ ছাড়া, ছোট ভাই রাশা ভালো বন্ধু।

আমি মনে করি, যেকোনো দিবস উদযাপনের দরকার আছে। তেমনি বন্ধু দিবসও দরকার আছে। ভালো বন্ধু থাকাটাও জীবনে দরকার।

কথায় আছে, 'সঙ্গ দোষে লোহা ভাসে'। সেজন্য বলব, বন্ধু দরকার এবং ভালো বন্ধু অবশ্যই দরকার। ভালো বন্ধু জীবনে পাওয়া ওপর ওয়ালার রহমত।

আমার প্রিয় বন্ধুরা ভীষণ ভালো। ওদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ না হলেও প্রয়োজনে আমরা ঠিকই পাশে থাকি। এটাই বন্ধুত্ব। ভালো বন্ধু থাকা জীবনের ইতিবাচক দিক। বন্ধু দিবসে শুভেচ্ছা সব বন্ধুকে।

বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

বিদ্যা সিনহা মিম

স্কুল জীবনের প্রিয় বন্ধু মনিশা। ক্লাস এইটে থাকতে বন্ধুত্ব শুরু। তখন কুমিল্লা থাকতাম। নার্সারিতে পড়ার সময় আরও দুজন বন্ধু হয়। একজনের নাম বুশরা, আরেকজন পর্ণিয়া। প্রিয়ন্ত নামে একজন বন্ধু আছে। ছোট বোন মনি বেস্ট ফ্রেন্ড।

ছোটবেলার অনেক বন্ধুর সঙ্গে এখন যোগাযোগ নেই। একজন আমেরিকায় আছে। তবে, স্কুল জীবনে বন্ধু দিবসে খুব মজা করতাম। বাসা থেকে কেউ কেউ খাবার নিয়ে যেতাম। বন্ধুদের জন্য কেউ কেউ উপহার নিয়ে যেতাম, সারপ্রাইজ দিতাম।

কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনেও বন্ধু দিবস উদযাপন করতাম। ভালো লাগত দিনটি। এখন সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। তারপরও বন্ধু দিবসে ভালোই লাগে।

রুনা খান। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

রুনা খান

আমার জীবনের সেরা বন্ধু আমার লাইফ পার্টনার। ভীষণ ভালো বন্ধু তিনি। এ ছাড়া, আরও দুজন বন্ধু আছে—যারা প্রচারের দিক থেকে সামনে আসতে চান না, তবুও তারা আমার অত্যন্ত কাছের বন্ধু।

স্কুল জীবনের প্রিয় ও ঘনিষ্ঠ বন্ধুরা হচ্ছে মনি, মিতু, লিপি, রূপা। ওরা আমার সখীপুর উপজেলার বন্ধু। সখীপুর গার্লস স্কুলে একসঙ্গে পড়েছি। অনেক সুন্দর সময় পার করেছি। ওরা আমার জীবনের সুন্দর সময়ের সাথী। বন্ধু দিবসে ওদের কথা মনে পড়ে।

কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মধ্যে মুমু, সাবিনা, লিপি আছে। জেকি নামে একজন বন্ধু আছে। আবার কাজের সুবাদে অনেক বন্ধু হয়েছে। তারা আমাকে বন্ধু মনে করে কিনা জানি না, কিন্তু আমি মনে আমি করি। তার মধ্যে রয়েছে মৌসুমী নাগ ও মৌটুসী বিশ্বাস।

মা দিবস, বাবা দিবস, বন্ধু দিবস—সবই জীবনের জন্য দরকার আছে। দিবসগুলো আমি সেলিব্রেট করি।

তমা মীর্জা। ছবি: সংগৃহীত

তমা মীর্জা

বন্ধু দিবসের চেয়ে বেশি দরকার বন্ধুর পাশে থাকা। শুধু সুসময়ে বন্ধুর পাশে থাকব, তা নয়। বন্ধুর সুখে, দুঃখে, খারাপ সময়ে, ভালো সময়ে—এক কথায় সবসময় পাশে থাকার নামই বন্ধুত্ব।

আমি মনে করে, প্রতিটি দিন আমার কাছে বন্ধু দিবস। কেননা, প্রতিদিন বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়। বন্ধুরা প্রতিদিন কথা বলি।

জীবন সুন্দর হয় ভালো বন্ধু পেলে। দুজন বন্ধুর নাম এই মুহূর্তে বলতে চাই—একজন নাম লিজা, আরেকজন মিথিলা। এ ছাড়া, আমার আম্মু ভালো বন্ধু। বন্ধু দিবসে সব বন্ধুর জন্য ভালোবাসা ও আশীর্বাদ।

Comments

The Daily Star  | English

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago