আমার কোনো অপূর্ণতা নেই: ফেরদৌসী মজুমদার

ফেরদৌসী মজুমদার। স্টার ফাইল ফটো

ফেরদৌসী মজুমদার নিজেই অভিনয়ের এক পাঠশালা। অভিনয় জগতে ৬ দশকের পথচলায় তার অর্জনের ঝুলিতে আছে স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা। আর সবচেয়ে বেশি পেয়েছেন এ দেশের মানুষের বিপুল ভালোবাসা।

ধারাবাহিক নাটক 'সংশপ্তক'র হুরমতি চরিত্রে অভিনয় করে ইতিহাস সৃষ্টি করেন গুণী এই শিল্পী। আজও হুরমতি চরিত্রের উদাহরণ দেওয়া হয়।

আজ অভিনয়ে সরব তিনি, বিশেষ করে মঞ্চে। সম্প্রতি 'লাভ লেটার' নামে নতুন একটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি।

খ্যাতিমান অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের আজ ৮০তম জন্মদিন।

জন্মদিনে প্রাপ্তি-অপ্রাপ্তির প্রশ্ন করতেই অভিনেত্রী ফেরদৌসী মজুমদার বলেন, 'একজীবনে সব পেয়েছি। যশ, খ্যাতি, সম্মান, মানুষের ভালোবাসা—সব পেয়েছি। আমার কোনো অপূর্ণতা নেই, আর কোনো চাওয়া নেই। অনেক পেয়েছি। জীবন নিয়ে আমি সুখী।'

তিনি বলেন, 'অনেকে আফসোস করেন। আমার কোনো আফসোসও সেই। দীর্ঘ জীবন পেয়েছি—৮০টি বছর কম নয়! শিল্পের সঙ্গে সুদীর্ঘকাল পথ চলেছি। সেজন্য কখনো হতাশা নিয়ে কথা বলি না। আমি সুন্দর ও সত্যের কথা বলি।'

নিজের ৮০তম জন্মদিনটাকে খুব ইতিবাচকভাবে দেখছেন জানিয়ে তিনি বলেন, 'জীবন সত্যিই সুন্দর।'

মঞ্চ অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও তার মেয়ে ত্রপা মজুমদার। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

একই দিনে জন্ম হয়েছে তার মেয়ে ত্রপা মজুমদারের। আজ ত্রপা মজুমদারের ৫০তম জন্মদিন।

মা-মেয়ের একই দিনে জন্মদিনের মুহূর্ত কেমন লাগছে, জানতে চাইলে ফেরদৌসী মজুমদার বলেন, 'সেটাই ভেবে অবাক হই, কীভাবে এতগুলো বছর কেটে গেল! ত্রপার বয়স ৫০ হয়ে গেল। তবে, সন্তান তো সন্তানই। বয়স ৫০ হলেও সে আমার কাছে আগের মতো ছোট্টটিই রয়ে গেছে।'

বিশেষ এই দিনের পরিকল্পনা জানতে চাইলে তার উত্তর, 'বিশেষ কিছু না। বাসায় আছি, সবার ভালোবাসা পাচ্ছি, কাছের ও দূরের মানুষরা শুভেচ্ছা জানাচ্ছেন। ভালো লাগছে। ত্রপার সঙ্গে কিছুটা সময় কাটাবো। পরিবারের সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে  নেব, এই তো।'

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

7h ago