ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড: রেজওয়ানা চৌধুরী বন্যাকে আজীবন সম্মাননা

ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড: রেজওয়ানা চৌধুরী বন্যাকে আজীবন সম্মাননা
‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’ এ আজীবন সম্মাননা পেয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: সংগৃহীত

'ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২' এ আজীবন  সম্মাননা পেয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

আজ মঙ্গলবার পদ্মা সেতুর পশ্চিম প্রান্তে জমকালো এক আয়োজনের মাধ্যমে বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, 'এমন স্বীকৃতি পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমন স্বীকৃতি ও সম্মান সবসময়ই আনন্দদায়ক। প্রত্যেক শিল্পীই কাজের স্বীকৃতি পেতে চায়। আজ আমাকে যে সম্মান দেওয়া হলো এতে সৃষ্টিকর্তা, আমার মা-বাবা, শ্রোতা, আমার ছাত্র-ছাত্রী সবার কাছেই কৃতজ্ঞতা। স্বীকৃতি ও সম্মাননা কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। যখন এমন সম্মাননা পাই তখন ভাবি আসলে আমি এর যোগ্য কি না! সেই যোগ্য যেন হয়ে উঠতে পারি সবসময় সেই প্রার্থনা করি।'

অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, আবিদা সুলতানা, নকিব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, মানাম আহমেদ, শামা রহমান, শফি মণ্ডল, অণিমা রায়, হাবিব ওয়াহিদ, কোনাল, ইমরান, ঝিলিক, সায়রা রেজা, কিশোর, আতিয়া আনিসাসহ আরও অনেকে।

বিভিন্ন গানে অংশ নেন শরিফুল রাজ, সিয়াম, নুসরাত ফারিয়া, দীঘি, সাবিলা নূর, সুমী, আদর আজাদসহ অনেকে।

 

 

 

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago