আজীবন সম্মাননা পেলেন ‘গডফাদার’ সিনেমার পরিচালক কপোলা

একাধিক অস্কারজয়ী পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা শনিবার এক তারকাখচিত অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন। অনুষ্ঠানে তার চলচ্চিত্র নির্মাণের 'নির্ভীক' মনোভাবের ভূয়সী প্রশংসা করা হয়।
যুক্তরাষ্ট্রের হলিউড থেকে এএফপি জানায়, 'দ্য গডফাদার' ও 'অ্যাপোক্যালিপস নাও' এর মতো চলচ্চিত্র উপহার দেওয়া ৮৬ বছর বয়সী এই কিংবদন্তি পরিচালক অপর দুই খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কিংবদন্তি স্টিভেন স্পিলবার্গ ও জর্জ লুকাসের কাছ থেকে ট্রফি গ্রহণ করেন।
তারা কপোলাকে প্রচলিত 'ব্যবস্থার বিরুদ্ধে লড়াই' ও 'আমেরিকান সিনেমাকে নতুনভাবে সংজ্ঞায়িত' করার জন্য প্রশংসা করেন।
'স্টার ওয়ার্স' এর স্রষ্টা লুকাস স্মরণ করেন, কপোলা তাকে বলেছিলেন, 'খাড়া পাহাড় থেকে ঝাঁপ দিতে ভয় পেও না।'
অন্যদিকে, স্পিলবার্গ কপোলাকে 'নির্ভীক পরিচালক' অভিহিত করে বলেন, 'দ্য গডফাদার' হলো 'মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র।'
স্পিলবার্গ আরও বলেন, 'আপনি পূর্বসূরিদের কাজের ভিত্তিতে আমেরিকান চলচ্চিত্রের ধারা পুনঃনির্ধারণ করেছেন এবং এর মধ্য দিয়ে গল্পকারদের এক নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।'

খ্যাতনামা আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই) এই সম্মাননা দিয়েছে। তারা প্রতি বছর সেরা চলচ্চিত্রের তালিকা তৈরি করে এবং এটা শিল্প জগতের অন্যতম মর্যাদাপূর্ণ সংস্থা হিসেবে বিবেচিত।
হলিউডের ডলবি থিয়েটারে রবার্ট ডি নিরো ও ডাস্টিন হফম্যানসহ চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের সামনে বক্তৃতা করতে উঠে কপোলা বলেন, এই পুরস্কার পাওয়া তার কাছে 'বাড়ি ফিরে আসার' মতো অনুভূত হচ্ছে।
'আমি এখন বুঝতে পারি, এই জায়গাটি, যেটি আমাকে (পরিচালক হিসেবে) গড়ে তুলতে সহায়তা করেছে, এটা আমার নিজের বাড়ির মতোই—কিন্তু আপনারা না থাকলে এর কোনো মূল্যই নেই—বন্ধু, সহকর্মী, শিক্ষক, সমসাময়িক অন্যান্য পরিচালক, পরিবার, প্রতিবেশী—আপনাদের সবার সুন্দর মুখ আমাকে আবারও স্বাগত জানাচ্ছে', যোগ করেন তিনি।
ছয়বারের একাডেমি পুরস্কার বিজয়ী কপোলাকে এএফআই 'স্বপ্নদ্রষ্টা', 'অগ্রদূত' ও 'বিদ্রোহী' হিসেবে অভিহিত করেছে।

'অ্যাপোক্যালিপস নাও' নির্মাণের সময় পাঁচটি অস্কার রাগের মাথায় জানালা দিয়ে ছুঁড়ে ফেলা কপোলা অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীদের আবেগপূর্ণ শ্রদ্ধা নিবেদন শুনেছেন।
রবার্ট ডি নিরো, আল পাচিনো, ডায়ান লেন, হ্যারিসন ফোর্ড ও রালফ ম্যাকিয়োর মতো তারকারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, কপোলা তাদের ওপর আস্থা রেখেছিলেন।
ডাস্টিন হফম্যান বলেন, 'যখন স্টুডিও বড় তারকাদের চেয়েছিল, আপনি তখন অভিনেতাদের জন্য লড়াই করেছেন।'
মজার ছলে হফম্যান যোগ করেন, কপোলা অনেক তরুণ অভিনেতার ক্যারিয়ার শুরু করেছিলেন, অথচ তার নিজের বয়স ৮৬ হওয়ার আগে কপোলার কোনো সিনেমায় সুযোগ পাননি।
উল্লেখ্য, গত বছর কপোলার সায়েন্স-ফিকশন ড্রামা 'মেগালোপলিসে' অভিনয়ের সুযোগ পান 'রেইন ম্যান'-খ্যাত অভিনেতা হফম্যান।

স্বাধীন সংস্থা এএফআই এর আগে আলফ্রেড হিচকক, মার্টিন স্করসেসি, জ্যাক নিকলসন ও আল পাচিনোর মতো কিংবদন্তিদেরও সম্মানিত করেছে।
'দ্য গডফাদার' ট্রিলজির দ্বিতীয় পর্বেও পরিচালকের দায়িত্ব পালন করা কপোলাকে সম্মান জানাতে ডি নিরো ও পাচিনো একত্রে মঞ্চে ওঠেন।
স্টুডিও কর্তাদের সঙ্গে লড়াই করে নিজের চাওয়া মতো 'দ্য গডফাদার' নির্মাণ করেছিলেন কপোলা। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিল্প সৃষ্টিতে ঝুঁকি থাকা আবশ্যক।
তিনি বলেন, 'আমি মনে করি, ঝুঁকি ছাড়া শিল্প তৈরি করা যৌনতা ছাড়া সন্তান উৎপাদনের মতো- হ্যাঁ, সম্ভব, তবে সেটাই সর্বোত্তম পদ্ধতি নয়।'
Comments