লতা মঙ্গেশকরের অবিস্মরণীয় ৫ গান

কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের প্রথম প্রয়াণ দিবস আজ ৬ ফেব্রুয়ারি। গত বছরের এই দিনে ৯২ বছর বয়সে থেমে গিয়েছিল এই কিংবদন্তির কর্মময় পথচলা। ভারতের নাইটিঙ্গেল খ্যাত এই শিল্পীর কণ্ঠে অসংখ্য গান শ্রোতাদের মুগ্ধ করেছে। প্রথম প্রয়াণ দিবসে তার গাওয়া অবিস্মরণীয় ৫টি গানের কিছু তথ্য জেনে নেওয়া যাক।
লতা মঙ্গেশকর। ছবি: সংগৃহীত

কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের প্রথম প্রয়াণ দিবস আজ ৬ ফেব্রুয়ারি। গত বছরের এই দিনে ৯২ বছর বয়সে থেমে গিয়েছিল এই কিংবদন্তির কর্মময় পথচলা। ভারতের নাইটিঙ্গেল খ্যাত এই শিল্পীর কণ্ঠে অসংখ্য গান শ্রোতাদের মুগ্ধ করেছে। প্রথম প্রয়াণ দিবসে তার গাওয়া অবিস্মরণীয় ৫টি গানের কিছু তথ্য জেনে নেওয়া যাক।

১. 'নাম গুম জায়েগা, চেহরা বদল জায়েগা, মেরি আওয়াজ হি পেহচান হ্যায়'— এই গানটি গুলজারের লেখা 'কিনারা' সিনেমায় ব্যবহার করা হয়েছে। সিনেমাটি ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল।

২. 'লাগ যা গালে'— গানটি ১৯৬৪ সালে মুক্তি পাওয়া 'ও কন থি' সিনেমার আইকনিক গান। সংগীত পরিচালক মদনমোহনের সুরে তিনি গানটি গেয়েছিলেন।

৩. 'আল্লাহ তেরো নাম'— গানটি ১৯৬১ সালে মুক্তি পাওয়া 'হাম দোনো' সিনেমার একটি গান। গানটির সংগীত পরিচালক ছিলেন জয়দেব। গানটির কথা, সুর ও গায়কীর কারণে স্মরণীয় হয়ে থাকবে।

৪. 'তুঝসে নারাজ নেহি'— গানটির কথা লিখেছেন গুলজার। 'মাসুম' সিনেমার এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আরডি বর্মণ।

৫. 'লুকাছুপি' গানটি ২০০৬ সালে মুক্তি পাওয়া 'রাং দে বাসন্তি' সিনেমার গান। গানটির সুরকার ছিলেন এ আর রহমান। সুরকারের অনুরোধ গানটি গেয়েছিলেন তিনি।

কেবল ভারতেই নয়, বিশ্বের অনেক দেশে পারিবারিক নাম হয়ে উঠেছিলেন লতা মঙ্গেশকর। ৭৩ বছরেরও বেশি সময় ধরে তার জাদুকরি কণ্ঠ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন।

লতা মঙ্গেশকর ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। ২০০১ সালে ভারতরত্ন (ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার), ১৯৬৯ সালে পদ্মভূষণ (ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার) ও ১৯৯৯ সালে পদ্মবিভূষণ (ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার) পান। ২০১৯ সালের সেপ্টেম্বরে ৯০তম জন্মদিনে ভারত সরকার তাকে 'ডটার অব দ্য নেশন' পুরস্কারে ভূষিত করেন।

লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্ডোরে শাস্ত্রীয় সংগীত ব্যক্তিত্ব ও থিয়েটার শিল্পী পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ও শেবান্তির ঘরে জন্মগ্রহণ করেন।

Comments

The Daily Star  | English
Inner ring road development in Bangladesh

RHD to expand 2 major roads around Dhaka

The Roads and Highways Department (RHD) is going to expand two major roads around Dhaka as part of developing the long-awaited inner ring road, aiming to reduce traffic congestion in the capital.

18h ago