ঈদে ২ দিনের বিশেষ ব্যান্ড শো

ঈদে ২ দিনের বিশেষ ব্যান্ড শো
ছবি: সংগৃহীত

ঈদের ব্যান্ড শো মানেই দর্শকদের জন্য অন্যরকম এক আকর্ষণ। ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে পরপর ২ দিন প্রচারিত হবে ব্যান্ড শো। 

ব্যান্ডের এই আয়োজনে ঈদের দিন সন্ধ্যা ৭টায় থাকছে 'বাউল এক্সপ্রেস', 'সিম্ফনি', 'চিরকুট' ও 'আনাড়ী' ব্যান্ডের পরিবেশনা। 

মমরেজ মাহমুদের উপস্থাপনায় দর্শকরা শুনবেন 'চাঁদের গায়ে চাঁদ লেগেছে','বাড়ির পাশে আরশি নগর', 'ভালো আছি ভালো থেকো', 'মনরে ও মনরে', 'প্রেমেতো পড়ে সবাই', ' ও পাখি তোর তাইরে নাইরে', 'কাটেনা প্রহর তোমার বিহনে' এবং 'ও রাজকুমার' গানগুলো। 

ঈদে ২ দিনের বিশেষ ব্যান্ড শো
ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিন একই সময়ে থাকছে পেন্টাগন ব্যান্ডের পরিবেশনায় 'নিরবে অকারণে আমি একাকি', 'তুমি কোথায় আমারি গভীরে', আরবো ভাইরাসের পরিবেশনায় 'এই শহরে আমার যত কষ্ট', 'আমার ফেরা আপন নীড়ে', হ্যালো ব্যান্ডের পরিবেশনায় 'আমি মিটিং মিছিলে', 'তোমার লাগি একই কাতারে', এবং অবসকিউরের পরিবেশনায় 'নির্জন রাতের আঁধারে ও 'জোনাকিরা মিটিমিটি করে' গানগুলো। 

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago