আফজাল হোসেনের লেখা 'কবে ও কীভাবে' তানভীর তারেকের কণ্ঠে

গানটি মূলত আফজাল হোসেন রচিত কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকনার আমরা আদর্শলিপির’ থেকে নেওয়া।
ছবি: সংগৃহীত

বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের কথায় তানভীর তারেক এর সুর-সঙ্গীতে নতুন গান প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। গানটির শিরোনাম 'কবে ও কীভাবে'। গানটি মূলত আফজাল হোসেন রচিত কাব্যগ্রন্থ 'আমরা ধুলোকনার আমরা আদর্শলিপির' থেকে নেওয়া।

গান প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন, 'এত বড় গুণী মানুষ আমাকে ভালবাসেন, আমার কাজকে অনুপ্রেরণা দেন। এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। তার নির্মাণের প্রথম চলচ্চিত্র 'মানিকের লাল কাঁকড়া' সিনেমায় আমি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। একইসাথে এ ছবিতে আমাকে দিয়ে অভিনয়ও করিয়েছেন। গানের কথাগুলো এমন 'আমার দিকে তাকিয়ে নেই তুমি, তুমি কান পেতে আছো কোলাহলে'। চমৎকার একটি গল্প আছে গানটিতে।'

ছবি: সংগৃহীত

আফজাল হোসেন বলেন,'তানভীরের বিভিন্ন সৃজনশীল পাগলামি আমার ভালো লাগে। এটিও ওর একটা অংশ। ভালো কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।' 

'কবে ও কীভাবে' শিরোনামের গানটি 'সাউন্ডস অব তানভীর' নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ঈদ উপলক্ষে। বিশ্বব্যাপী গানটি আন্তর্জাতিক প্লাটফর্মে ডিস্ট্রিবিউট করবে স্বাধীন মিউজিক অ্যাপ। এটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন ইয়ামিন ইলান।

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

1h ago