‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর মারা গেছেন

আবু জাফর। ছবি: সংগৃহীত

গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী আবু জাফর মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মারা যান তিনি। 

তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী মনির খান। 

সংগীত জগতের বাইরে পেশাগত জীবনে তিনি চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। 

আবু জাফর রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে 'তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম', 'নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে', 'আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি' ও 'তুমি রাত আমি রাতজাগা পাখি। 

তার লেখা 'এই পদ্মা এই মেঘনা' গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছে। 

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

Bangladesh is racing to expand its air cargo capacity after India’s abrupt suspension of third-country transshipment earlier this month upended a logistics route for garment exporters.

6h ago