বিগ বস-এ নতুন সালমান

বিগ বস-১৬’র নতুন সিজনের টিজার প্রকাশিত হয়েছে। এখানে বলিউড ‘সুলতান’ সালমান খানকে নতুন রূপে দেখা যাওয়ার আভাস পাওয়া গেছে।
সালমান খান
সালমান খান। ছবি: সংগৃহীত

বিগ বস-১৬'র নতুন সিজনের টিজার প্রকাশিত হয়েছে। এখানে বলিউড 'সুলতান' সালমান খানকে নতুন রূপে দেখা যাওয়ার আভাস পাওয়া গেছে।

এবারের আয়োজনে আকর্ষণীয় ও অভিনব কিছু দেখা যাবে—এমন প্রত্যাশাও দর্শকদের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিগ বস'র আগের সিজনের ঝলক দিয়ে শুরু হয়েছে নতুন টিজার। সেখানে উপস্থাপক সালমান খানকে বলতে শোনা যায়, 'এতদিন দর্শকরা প্রতিযোগীদের খেলা দেখেছেন। এবারের সিজনে বিগ বস নিজে খেলবেন।'

সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম জানায়, বিগ বস-১৬'র জন্য সালমান খান পারিশ্রমিক চেয়েছিলেন এক হাজার ৫০ কোটি রুপি। এমনটি শুনে অনেকেই অবাক হয়েছেন।

বিগ বস-১৫-তে সঞ্চালক হিসেবে তার পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি রুপির মতো। তবে শেষ পর্যন্ত তিনি কত পারিশ্রমিক নিয়েছিলেন সে বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, আগামী ১ অক্টোবর শুরু হতে যাচ্ছে বিগ বস-১৬। এই সিজনের সঞ্চালনায় বলিউড সুপার স্টার সালমান খানের সঙ্গে থাকছেন অভিনেত্রী-মডেল শেহনাজ গিল।

Comments