মা হারালেন সুপারস্টার মহেশ বাবু

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। বুধবার হায়দ্রাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দিরা দেবী।
মহেশ বাবু। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। বুধবার হায়দ্রাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দিরা দেবী।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দিরা দেবী কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগে তাকে কিছু সময় ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

মহেশ বাবুর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সুপারস্টার কৃষ্ণার স্ত্রী ও সুপারস্টার মহেশ বাবুর মা শ্রী ঘটতামানেনি ইন্দিরা দেবী মারা গেছেন। তার মরদেহ পদ্মলয় স্টুডিওতে রাখা হবে। মানুষ সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরে মহাপ্রস্থানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

মেগাস্টার চিরঞ্জীবী শ্রদ্ধা জানিয়ে টুইট করেন, শ্রীমতী ইন্দিরা দেবীর প্রয়াণের খবর অত্যন্ত দুঃখজনক। আমি সুপারস্টার কৃষ্ণ, মহেশ বাবু ও পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

এর আগে, মহেশ বাবুর বড় ভাই এবং অভিনেতা ঘটতামানেনি রমেশ বাবু ২০২২ সালের জানুয়ারিতে মারা যান। লিভার সংক্রান্ত সমস্যার কারণে ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Comments