বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত কঙ্গনার

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যদি জনগণ চায় এবং বিজেপি টিকিট দিলে তিনি হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচনে লড়তে প্রস্তুত।
কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যদি জনগণ চায় এবং বিজেপি টিকিট দিলে তিনি হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচনে লড়তে প্রস্তুত।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে কঙ্গনা বলেন- আমি যে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে প্রস্তুত। আমি চাই অন্যরাও এগিয়ে আসুক, অন্তত যারা কঠোর পরিশ্রমী।

তিনি আরও বলেন, আমি যেমনটা বলেছি- হিমাচল প্রদেশের মানুষ যদি আমাকে সেবা করার সুযোগ দেয় তাহলে খুব ভালো হবে। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন এবং তাকে 'মহাপুরুষ' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এটা দুঃখজনক যে, প্রধানমন্ত্রী মোদী এবং রাহুল গান্ধী উভয়ই প্রতিদ্বন্দ্বী। কিন্তু মোদীজি জানেন, তার কোনো প্রতিপক্ষ নেই।

পার্বত্য রাজ্যটির আসন্ন নির্বাচন নিয়ে কঙ্গনা বলেন, হিমাচল প্রদেশ আম আদমি পার্টির (এএপি) মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়বে না। হিমাচলের মানুষের নিজস্ব সৌরশক্তি আছে এবং সবজি চাষ করে।

তিনি আরও বলেন, ফ্রিবিজ হিমাচলে এএপির হয়ে কাজ করবে না।

এদিকে, অভিনয়ের ক্ষেত্রে কঙ্গনাকে ইর্মাজেন্সিতে দেখা যাবে। ওই সিনেমায় তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন- অনুপম খের, সতীশ কৌশিক, শ্রেয়স তালপাদে এবং মিলিন্দ সোমন।

Comments