বিরল রোগ ‘মায়োসাইটিসে’ আক্রান্ত সামান্থা

সামান্থা রুথ প্রভুকে শিগগির যশোদা সিনেমাতে দেখা যাবে। ওই সিনেমাতে তাকে একজন সারোগেট মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির ট্রেলার বেশ প্রশংসিত হয়েছে। সিনেমা মুক্তির আগে সামান্থা সামাজিক যোগাযোমাধ্যমে জানিয়েছেন, তিনি মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন।
সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

সামান্থা রুথ প্রভুকে শিগগির যশোদা সিনেমাতে দেখা যাবে। ওই সিনেমাতে তাকে একজন সারোগেট মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির ট্রেলার বেশ প্রশংসিত হয়েছে। সিনেমা মুক্তির আগে সামান্থা সামাজিক যোগাযোমাধ্যমে জানিয়েছেন, তিনি মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সেপ্টেম্বরে সামান্থার স্বাস্থ্যজনিত কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের খবর পাওয়া গিয়েছিল। তবে তার দল ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এখন একটি সাহসী পোস্টে, অভিনেত্রী তার সংগ্রামের বিষয়ে মুখ খুলেছেন এবং কীভাবে তিনি সুস্থতার পথে আছেন তাও জানিয়েছেন।

 

সামান্থা হাতের সঙ্গে সংযুক্ত একটি ড্রিপসহ নিজের ছবি শেয়ার করেছেন। ওই পোস্টের সঙ্গে একটি একটি নোট লিখেছেন তিনি। যেখানে তিনি তার রোগের বিষয়ে মুখ খুলেছেন।

তিনি লিখেছেন,যশোদার ট্রেলার নিয়ে আপনাদের প্রতিক্রিয়ায় আমি অভিভূত। আপনাদের এই ভালোবাসা আমাকে আপাতদৃষ্টিতে চ্যালেঞ্জগুলো মোকাবিলার শক্তি দেয়। কয়েক মাস আগে আমার মায়োসাইটিস নামে একটি রোগ শনাক্ত হয়।

তিনি আরও যোগ করেন, আমি এটি থেকে সুস্থ হওয়ার পর জানাতে চেয়েছিলাম। তবে, আমি যা আশা করেছিলাম তার চেয়ে কিছুটা বেশি সময় লাগছে। চিকিৎসকরা আত্মবিশ্বাসী যে আমি খুব শিগগির সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

The percentage this year is 0.86 points lower from 2023

1h ago