ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘পাঠান’

‘পাঠান’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত 'পাঠান' সিনেমাটি আগামী কয়েকমাসের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।

অ্যামাজন প্রাইম ১০০ কোটি রুপিতে যশরাজ ফিল্মসের কাছ থেকে স্বত্ব কিনেছে—এমন খবর শোনা যাচ্ছে। তবে, ঠিক করে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মুক্তির ৭ দিনে 'পাঠান' সিনেমাটি অনেক রেকর্ড করেছে। ভারতের বক্স অফিসে হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে দ্রুত ৩০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছে সিনেমাটি। আর বিশ্ব বক্স অফিসে ৭ দিনে ৬০০ কোটি রুপির গণ্ডি পার করেছে।

'পাঠান' সিনেমায় শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি, দীপিকা পাড়ুকোন ১৫ কোটি রুপি ও জন আব্রাহাম ২০ কোটি রুপি নিয়েছেন। সিনেমাটিতে বলিউড সুপারস্টার সালমান খান অতিথি চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি। পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ৬ কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি অ্যাকশন থ্রিলার 'পাঠান' হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। ৪ বছর আগে শাহরুখ খানের সর্বশেষ সিনেমা 'জিরো' মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

3h ago