‘পাঠান ৫ মে থেকে সিনেমা হলে’

বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আগামী ৫ মে থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।
‘পাঠান’ মুক্তির অপেক্ষায় প্রেক্ষাগৃহ। ছবি: স্টার

শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে কিছুদিন আগে। তারই পরিপ্রেক্ষিতে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত 'পাঠান' মুক্তি পেতে যাচ্ছে।

বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আগামী ৫ মে থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।

সবকিছু যাচাই করার পর সেন্সর বোর্ড থেকে গত ২৭ এপ্রিল চিঠি দিয়ে 'পাঠান' সিনেমাটি ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে পৌঁছানোর জন্য এনওসি (অনাপত্তি) প্রদান করতে বলা হয়েছে।

বাংলাদেশ সিনেমাটি মুক্তির জন্য এখন প্রয়োজন শুধুমাত্র ফিল্ম সেন্সর বোর্ডের অনুমতি।

বাংলাদেশে 'পাঠান' সিনেমাটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানের পক্ষে অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার "পাঠান" সেন্সর বোর্ডে জমা দেবো। সেন্সর পেলেই আগামী শুক্রবার মুক্তি।'

Comments

The Daily Star  | English

Semiconductors can be the new RMG

Bangladesh's endeavour to become a knowledge-based economy has already gained significant momentum

7h ago