১১ দিনে ভারতে ৩০৩ কোটি রুপি আয় করল বিজয়ের লিও

দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়ের নতুন সিনেমা লিও রেকর্ডের গড়ার পথে আছে। সিনেমাটি মুক্তির ১১ দিনের মাথায় শুধু ভারতেই আয় করেছে ৩০৩ কোটি রুপির বেশি।
লিও, বিজয়,সাউথ ইন্ডিয়া, তামিল সিনেমা,
লিও সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়ের নতুন সিনেমা লিও রেকর্ডের গড়ার পথে আছে। সিনেমাটি মুক্তির ১১ দিনের মাথায় শুধু ভারতেই আয় করেছে ৩০৩ কোটি রুপির বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিলকের মতে, লোকেশ কানাগরাজ পরিচালিত সিনেমাটি বক্স অফিসে ১১তম দিনে ১৬ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। এ নিয়ে লিও ভারতে মোট নিট আয় করেছে ৩০৩ কোটি রুপি। আয়ের দিক দিয়ে বিজয়ের সিনেমা সুপারস্টার রজনীকান্তের ভারতে জেলারের রেকর্ড ভাঙার পথে রয়েছে। জেলারের আয় করেছিল ৩৪৮ কোটি রুপি।

'জেলার' বক্স অফিসে ভালো করেছিল এবং মুক্তির দ্বিতীয় রোববার ১৯ কোটি ২ লাখ রুপি আয়ের রেকর্ড গড়েছিল। মুক্তির ১১তম দিনের শোতে লিও ৪০ শতাংশের বেশি পেয়েছে এবং বিকেল ও সন্ধ্যার শোতে ৬০ শতাংশেরও বেশি দর্শক পেয়েছে।

তবে, মুক্তির ১১তম দিনের আন্তর্জাতিক আয়ের তথ্য এখনো জানা যায়। তবে, শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী ৫০৮ কোটি রুপি আয় করতে পেরেছিল। লিও এখন বিশ্বব্যাপী বছরের সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার রেকর্ড গড়ার পথে আছে। আগের রেকর্ডটি ৬০৪ কোটি রুপি।

লোকেশ কানাগরাজ পরিচালিত এই সিনেমাতে আরও অভিনয় করেছেন- সঞ্জয় দত্ত, তৃষা কৃষ্ণান, অর্জুন সারজা, মাইসকিন, স্যান্ডি ও গৌতম মেনন। এটি তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, হিন্দিসহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছে।

Comments