সাইফকে কেন বিয়ে, জানালেন কারিনা

সাইফ আলি খান, কারিনা কাপুর, ডার্টি ম্যাগাজিন
কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা কাপুর খান। তবে, বিয়ের আগে পাঁচ বছর একসঙ্গে ছিলেন এই জুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কথা বলেছেন কারিনা।

তিনি জানিয়েছেন, কেন তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া প্যারেন্টিং, কেন পার্টিতে থাকেন না ও কেন আর সামাজিকতা বাড়াতে চান না তা নিয়েও কথা বলেছেন কারিনা।

বিয়ের কারণ হিসেবে যা বলেছেন কারিনা

'ডার্টি' ম্যাগাজিনকে দেওয়া ওই সাক্ষাৎকারে কারিনা কাপুর জানান, সাইফ ও তার বিয়ের একমাত্র কারণ ছিল সন্তান নেওয়া।

তিনি বলেন, 'অনেকের বিয়ে করার অন্যতম একটি কারণ হলো সন্তান নেওয়া, তাই না? আমি বলতে চাইছি- তা না হলেই কেবল একসঙ্গে থাকা যায়। সাইফ ও আমি পাঁচ বছর ধরে একসঙ্গে ছিলাম। এরপর আমরা পরবর্তী পদক্ষেপ নিয়েছিলাম, এর কারণ ছিল আমরা সন্তান নিতে চেয়েছিলাম।'

সাইফ আলি খান, কারিনা কাপুর, ডার্টি ম্যাগাজিন
পরিবারের সঙ্গে কারিনা। ছবি: সংগৃহীত

তিনি তাদের প্যারেন্টিং পদ্ধতি নিয়েও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, প্যারেন্টিংয়ের কোনো 'কোনো সঠিক বা ভুল উপায় নেই'।

কারিনার ভাষ্য, 'আমরা সন্তানকে ব্যক্তি হিসাবে বিবেচনা করি, তাদের সম্মান করি এবং তাদের মতো করে থাকতে দিই। আমরা বিশ্বাস করি, তারা নিজেরাই তাদের নিজস্ব পথ খুঁজে পাবে। শিশুরা খুব প্রাণবন্ত হয়। আমি আমার সন্তানদের সামনে সারা জীবন কাটাতে চাই, তাদের সময় দিতে চাই। কারণ আমরা সুখে থাকলেই তাদের জীবন সমৃদ্ধ হবে।'

তিনি এটাও বলেন, 'নিজের মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু প্রথমত আমরা নিজেরা দায়ী।'

সামাজিকতা নিয়ে কারিনার বক্তব্য

ওই সাক্ষাৎকারে কারিনা কাপুর আরও জানিয়েছে, কীভাবে কয়েকজন মানুষকে ঘিরে তার পৃথিবী আবর্তিত হয়।

সাইফ আলি খান, কারিনা কাপুর, ডার্টি ম্যাগাজিন,
কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'আমি আমার পরিবার, আমার সন্তান, আমার স্বামী, আমার পাঁচ বন্ধুর সঙ্গে যুক্ত। আপাতত এটাই আমার সব। এটাই আমার জীবন। আমি আমার প্রিয়জনদের নিয়ে থাকতে চাই। আমার স্পটবয় প্রথম শট থেকে আমার সঙ্গে আছে। যারা আমার পৃথিবীতে আসে আমি তাদের যেতে দিই না এবং তারা চলেও যায় না। এ জন্য আমি সব পার্টিতে থাকি না। কখনো এটা করার প্রয়োজন বোধ করি না। পার্টিতে যাওয়া, বন্ধু তৈরি করা, সামাজিকতা বাড়ানো... আমি চাই না।'

কারিনার পরবর্তী কাজ

কারিনা কাপুর খানকে পরবর্তীতে 'দ্য বাকিংহাম মার্ডারস' সিনেমাতে দেখা যাবে। এখানে তিনি জসমিত ভামরা নামের একটি চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করেছেন হানসল মেহতা।

Comments

The Daily Star  | English
BNP leaders in meeting with CA for election roadmap

BNP leaders in meeting with CA for election roadmap

BNP to submit a written statement urging the announcement of an election roadmap

1h ago