দক্ষিণের নায়ক-নায়িকারা কথায় সাবলীল, দেখতে সুদর্শন: প্রিয়ামণি

প্রিয়ামণি, দক্ষিণ ভারতীয় সিনেমা,
প্রিয়ামণি। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী প্রিয়ামণি নতুন সিনেমা ময়দান মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। এ বছরের ১০ এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নতুন সিনেমা মুক্তির আগে প্রিয়ামণির একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে পিঙ্কভিলা। সেখানে তিনি দক্ষিণ ভারতীয় অভিনয়শিল্পীদের সম্পর্কে বলিউডের চিরায়ত নেতিবাচক ধারণা নিয়ে অকপটে কথা বলেছেন।

সাক্ষাৎকারের সময়, প্রিয়ামণিকে চলচ্চিত্রে 'দক্ষিণ ভারতীয়' অভিনেত্রী হিসেবে বলিউডের চিরায়ত নেতিবাচক ধারণা নিয়ে জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নের বড় কারণ তিনি তামিল ও তেলেগু সিনেমাতে নিয়মিত অভিনয় করেন। পাশাপাশি তিনি হিন্দি সিনেমাতে কাজ করা একজন দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণি।

ওই প্রশ্নের জবাবে ফ্যামিলি ম্যান অভিনেত্রী বলেন, 'হ্যাঁ, কখনো কখনো তারা আমাদের এভাবে মূল্যায়ন করে। তারা বলে, এটি একটি দক্ষিণ ভারতীয় চরিত্র, তাই আমরা আপনাকে কাস্ট করতে চাই।'

'তবে আমি মনে করি খুব শিগগির এই পরিস্থিতির পরিবর্তন হবে।'

প্রিয়ামণি বলেন, 'দেখুন, যদিও আমরা দক্ষিণ ভারত থেকে এসেছি, তবুও আমার মনে হয়- আমরা বেশ সাবলীলভাবে কথা বলতে পারি, আমরা সবার মতোই সুদর্শন। আমাদের গায়ের ধরন যাই হোক না কেন, এখানকার মেয়েদের মতো ফরসা ও সাদা নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় না তাতে কিছু যায় আসে।'

প্রিয়ামণি আরও বলেন, 'ঠিকই বলছি, দক্ষিণের মেয়েরা বা দক্ষিণের ছেলেরা, দক্ষিণের প্রত্যেকেই সাবলীলভাবে কথা বলতে পারে। হ্যাঁ, হয়তো ব্যাকরণে কিছুটা তারতম্য থাকতে পারে। কিন্তু, আমি মনে করি না, সেটা খুব বড় কোনো সমস্যা। আমি মনে করি, আমরা যতটুকু জানি তা একজন অভিনয়শিল্পীর জন্য যথেষ্টের চেয়ে বেশি।'

'আমি মনে করি উত্তর ও দক্ষিণ এভাবে চিহ্নিত করাকে পরিবর্তন করা উচিত, কারণ আমরা সবাই ভারতীয়। তাই আমাদের সেভাবেই মূল্যায়ন করা উচিত।'

প্রিয়ামণির কর্মব্যস্ততা

গত এক বছরে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম সিনেমায় অভিনয় করেছেন প্রিয়ামণি। ২০২৩ সালে এই অভিনেত্রীকে কাস্টডি, জওয়ান ও নেরুর মতো সিনেমাতে দেখা গিয়েছিল। এ বছর তিনি ইতোমধ্যে ভামাকালাপম-টু এবং আর্টিকেল ৩৭০ এর মতো সিনেমাতে অভিনয় করেছেন।

এছাড়া তার পাইপলাইনে আছে তামিল সিনেমা কোটেশন গ্যাং ও কন্নড় সিনেমা খাইমারা। আর খুব শিগগির ময়দান মুক্তি পেতে যাচ্ছে। তাছাড়া তিনি ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ, ইতিমধ্যে সিরিজটির তৃতীয় সিজন আসতে চলেছে।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

2h ago