কারিনা অনেক বড় তারকা, বললেন পরিচালক হংসল

পরিচালক হংসল মেহতা তার পরিচালিত সর্বশেষ সিনেমা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলিউডলাইফের সঙ্গে কথা বলেছেন।
সাইফ আলি খান, কারিনা কাপুর, ডার্টি ম্যাগাজিন
কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

কারিনা কাপুর খান অভিনীত দ্য বাকিংহাম মার্ডারস গত ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হংসল মেহতা পরিচালিত ক্রাইম থ্রিলার সিনেমাটি সমালোচকদের পাশাপাশি দর্শকদের কাছ থেকেও ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। কারিনা আবারও দারুণ অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

পরিচালক হংসল মেহতা তার পরিচালিত সর্বশেষ সিনেমা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলিউডলাইফের সঙ্গে কথা বলেছেন।

বলিউড লাইফ তাকে দ্য বাকিংহাম মার্ডারস সিনেমা নিয়ে প্রশ্ন করেছিল। হংসল মেহতা বলেন, 'যখনই কোনো সিনেমা মুক্তি পায়, আমরা সবসময়ই জানতে চাই, সেই সিনেমা নিয়ে দর্শক কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে বা তারা কীভাবে নিয়েছে সিনেমাটিকে। তবে সত্যি কথা হলো, দর্শকের প্রতিক্রিয়ায় আমি সত্যিই খুশি। এই সিনেমার জন্য আমরা আমাদের সব ধরনের প্রচেষ্টা ও ভালোবাসা দিয়েছি। ফল হিসেবে মানুষের ভালোবাসা পাচ্ছি। নানা অঙ্গনে প্রশংসিত হচ্ছে।'

কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

এবারই প্রথম হংসল মেহতা ও কারিনা কাপুর খান একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেছেন। দর্শকরা তাতে ভালো সাড়া দিয়েছেন। সিনেমার গল্প নিয়েও তারা বেশ খুশি।

কেন এই সিনেমার জন্য বেবো সঠিক পছন্দ বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে হংসল মেহতা বলেন, 'আমার সব সময় মনে হয়েছে, কারিনা অনেক বড় তারকা ও অভিনেত্রী হিসেবে তার অনেক কিছু দেওয়ার আছে। আমি খুশি যে তিনি এই সিনেমার অংশ হয়েছেন।'

হংসল মেহতা আরও বলেন, 'এটা নিয়মিত, বাণিজ্যিক, গতানুগতিক বলিউড সিনেমা নয়। এটি কোনো তারকা নির্ভর সিনেমা নয়। তারপরও কারিনা এই সিনেমাতে অভিনয় করেছেন, চরিত্রটি গ্রহণ করেছেন। তিনি সব একাই কাঁধে তুলে নিয়েছেন। মানে, চরিত্রটাকে নিজের করে নিয়েছেন। তিনি একজন অবিশ্বাস্য অভিনেত্রী এবং অবিশ্বাস্য সহকর্মী।'

হংসল মেহতার দ্য বাকিংহাম মার্ডারস দিয়ে কারিনা কাপুর খান প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন। বলিউড লাইফ হংসালকে তার সিনেমার প্রযোজক হিসেবে কারিনার আত্মপ্রকাশের বিষয়ে জানতে চেয়েছিল। জবাবে এই পরিচালক বলেন, সহকর্মী হিসেবে কারিনা অসাধারণ। তিনি এই সিনেমাকে বেছে নেওয়ায় আমি খুশি। আমি আশা করি কারিনা তার এই যাত্রা অব্যাহত রাখবেন। মাত্র তো শুরু।

কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

ভবিষ্যতে তিনি আবার করিনার সঙ্গে কাজ করতে চান কি না জানতে চাওয়া হলে পরিচালক আশা করেন, তারা আবার একসঙ্গে কাজ করতে ভালো স্ক্রিপ্ট খুঁজে পাবেন।

তার ভাষ্য, 'আগে তো ভালো একটি গল্প আসতে হবে। যদি ভালো গল্প থাকে তাহলে অবশ্যই কারিনা পছন্দ করবেন, আবার একসঙ্গে কাজ করবেন। আমি শুধু এটুকু বলতে পারি, আমি তার সঙ্গে কাজ করতে চাই। সেটে তার সঙ্গে থাকা আনন্দের। আমি বারবার এই সুযোগ চাই।'

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago