ফের আইনি জটিলতায় পুষ্পা, হাইকোর্টে মামলা

পুষ্পা ২: দ্য রুল, পুষ্পা ২, আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, বলিউড,
আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত দক্ষিণ ভারতীয় সিনেমা পুষ্পা ২। ভারতীয় চলচ্চিত্র শিল্পে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার একটি পুষ্পা ২। তবে মুক্তির পর থেকে বেশ কয়েকবার বিতর্কে জড়াতে হয়েছে সিনেমাটিকে। বিশেষ করে একটি বিশেষ শোতে এক নারীর মৃত্যুর পর আল্লু অজুর্নসহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এবার অন্য বিতর্কে জড়িয়েছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পা ২ সিনেমার বিরুদ্ধে তেলেঙ্গানা হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা করেছেন 'সিনে প্রেক্ষা বিনিযোগা দারুলা সংঘমের' সভাপতি জিএল নরসিমহা রাও।

মামলার আবেদনে তিনি বলেছেন, 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমার আয় থেকে পাওয়া মুনাফা কম বাজেটের চলচ্চিত্রের কল্যাণ ও ভর্তুকির জন্য আলাদা করে রাখতে হবে।

নরসিমহা রাও আরও যুক্তি দেন, সিনেমাটি বিশ্বজুড়ে এক হাজার আটশ কোটি রুপির বেশি আয় করেছে। টিকিটের দাম ও বেনিফিট শো বৃদ্ধির কারণে সিনেমাটি মূলত বড় অঙ্কের মুনাফা করেছে। তিনি টিকিটের দাম ও বিশেষ স্ক্রিনিংয়ের অনুমোদন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এজন্য সুপ্রিমকোর্টের একটি রায়কে উদ্ধৃত করেন।

তিনি আদালতকে অনুরোধ করেন, চলচ্চিত্রের মুনাফা থেকে পাবলিক থিয়েটার তৈরি ও কম বাজেটের সিনেমাকে সহায়তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা উপকৃত হবে।

তবে শুনানি শেষে বিচারক মামলার আবেদনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বেনিফিট শো ও টিকিটের দাম বৃদ্ধি ইতোমধ্যে শেষ হয়েছে। তবে আবেদনকারী স্পষ্ট করে বলেছেন, এই মামলাটি জনস্বার্থে করা হয়েছে, বিশেষত চলচ্চিত্র থেকে পাওয়া মুনাফার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

শুনানির পর আদালত আবেদনকারীকে নির্দেশ দেন সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট রায়ের প্রতিলিপি যেন তার দাবির সঙ্গে সংযুক্ত করা হয়। মামলাটি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে বলে বলিউড লাইফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Garment exports drop 12% in Q4

US trade measures and the NBR strike weighed on shipments

1h ago