বলিউড থেকে কেন দূরে সরে গেলেন নার্গিস ফাখরি

নার্গিস ফাখরি, ইমতিয়াজ আলি, রণবীর কাপুর, বলিউড,
নার্গিস ফাখরি। ছবি: সংগৃহীত

'রকস্টার' সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় নার্গিস ফাখরির। ইমতিয়াজ আলি পরিচালিত এই সিনেমাতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেন তিনি। এরপর তাকে বলিউডের আরও কিছু সিনেমায় দেখা গেছে। বিশেষ করে তার নৃত্যের জন্য তিনি বেশ পরিচিত ছিলেন। নার্গিসের আলোচিত কয়েকটি গান হলো- ইয়ার না মিলি, ওয়ে ওয়ে, ধেটিং নাচ উল্লেখযোগ্য। তবে দীর্ঘদিন হিন্দি সিনেমা থেকে দূরে আছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিস ফাখরি তার বলিউড ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, নৃত্যভিত্তিক গানগুলো করতে গিয়ে তিনি কী কী সমস্যার মুখে পড়েছিলেন। তিনি কীভাবে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন, সেই কথাও সাক্ষাকারে বলেন নার্গিস ফাখরি।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রিতে তার কাজ নিয়ে কথা বলেছেন। নার্গিস ফাখরি জানিয়েছেন, তাকে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এ কারণে তার বলিউডের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। যদিও নার্গিস ফাখরি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি জানান, অভিনয় জগতে সারাবিশ্বে পুরুষদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়। বলিউডে পুরুষদের অহংকার বেশি। তবে এজন্য তিনি বলিউড ছাড়তে বাধ্য হননি।

তিনি বলেন, 'যদিও ইন্ডাস্ট্রির সব মানুষের ক্ষেত্রে এটা সত্য নয়। কারণ এ সময়ে আমি কিছু ভালো মনের মানুষের দেখা পেয়েছি, তাদের সঙ্গে কাজ করেছি এবং আমি সত্যিই তাদের প্রশংসা করি।'

সুভাষ কে ঝাকে দেওয়া একই সাক্ষাত্কারে 'মে তেরা হিরো' অভিনেত্রী বলিউডের আইটেম গান করার শুরুর দিকের সংগ্রাম নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, 'আমি শহিদ কাপুরের সঙ্গে ফাটা পোস্টার নিকলা হিরোতে ও বরুণ ধাওয়ানের সঙ্গে মে তেরা হিরোতে নেচেছি। এমনকি 'আইটেম গান' শব্দটিও আমার কাছে নতুন ছিল। মানুষ যখন বলে একটা মেয়ে আইটেম গান করছে, তখন এটা শুনতে ভালো লাগে না। বলিউডের নাচ আমার কাছে হিন্দির মতোই অজানা। আমি কেবল এটা শেখাকে উপভোগ করছি। এখানে প্রচুর শারীরিক কসরত লাগে, যা শুরুতে আমার জন্য বেশি কঠিন ছিল। কিন্তু কিছুদিন পর আমি মানিয়ে নিলাম। নাচের সেটে অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত থাকে। মুম্বাইয়ের সবকিছুই সাংস্কৃতিকভাবে অন্য সব জায়গা থেকে আলাদা।'

নার্গিস ফাখরির পরবর্তী বলিউড মুক্তির মধ্যে আছে হাউসফুল ৫। এতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ। চলতি বছরে সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

4h ago