পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে অভিনয় নিয়ে নীরবতা ভাঙলেন দিলজিৎ দোসাঞ্জ

দিলজিৎ দোসাঞ্জ ও হানিয়া আমির । ছবি: সংগৃহীত

পাহেলগাম হামলার পর এপ্রিল থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও অবনতি ঘটেছে। এই হামলার পর পাকিস্তানি শিল্পীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ভারত। পাশাপাশি তাদের ভারতীয় শো ও সিনেমাতে কাজ করার সুযোগ বন্ধ করেছে।

এর মধ্যে দিলজিৎ দোসাঞ্জের নতুন সিনেমা 'সরদার জি ৩' নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। যেখানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ এই সমালোচনার জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন কেন ছবিটি বিদেশে মুক্তি পাচ্ছে।

দিলজিৎ দোসাঞ্জের জবাব

বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে দিলজিৎ বলেন, ছবি সাইন করার সময় ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক ছিল।

তার ভাষ্য, 'যখন সিনেমাটি তৈরি হয়েছিল, তখন পরিস্থিতি ভালো ছিল। ছবিটি ফেব্রুয়ারিতে শুট করা হয়। এরপর অনেক কিছু ঘটে গেছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যখন পাহেলগাম হামলা ঘটল, প্রযোজকরা বুঝে গেলেন ভারতে আর এটি মুক্তি দেওয়া যাবে না। কিন্তু তারা অনেক টাকা বিনিয়োগ করেছেন, তাই বিদেশে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা শতভাগ ক্ষতির মুখে পড়বেন, কারণ একটি পুরো অঞ্চল বাদ পড়ছে।'

তিনি আরও বলেন, 'সত্যি বলতে, যখন আমি ছবিটি সাইন করি, তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল। এখন প্রযোজকরা বিদেশে মুক্তি দিতে চাইছেন, আমাকে তাদের পাশে থাকতেই হবে।'

একই সাক্ষাৎকারে তিনি হানিয়া আমিরের সঙ্গে কাজ নিয়ে বলেন, 'হানিয়া আমির ভালো অভিনেত্রী, খুব পেশাদার।'

প্রযোজকদের পাশে দাঁড়িয়ে দিলজিৎ সিনেমার ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যার প্রতিক্রিয়া মিশ্র ছিল। কেউ কেউ সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত হলেও, অনেকেই হামলার পরও পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করায় দিলজিৎকে নিয়ে প্রশ্ন তুলেছেন। কিছুক্ষণ পর, দিলজিৎ হানিয়া আমিরকে নিয়ে একটি গানের টিজার শেয়ার করেন, যা পরবর্তীতে সমালোচনার মুখে সরিয়ে নেন।

আবির গুলাল নিয়ে ভারতের প্রতিক্রিয়া

এপ্রিলে পাহেলগাম হামলার পর, পাকিস্তানি ফওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত 'আবির গুলাল' সিনেমাটি নিয়ে ভারত কঠোর অবস্থান নেয়। এই সিনেমা দিয়ে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের নয় বছর পর ভারতীয় চলচ্চিত্রে ফিরে আসার কথা ছিল, কিন্তু সিনেমাটি আবারও নিষিদ্ধ হলো। উল্লেখ্য, ২০১৬ সালের উরি হামলার পর ফওয়াদ খান ভারতীয় সিনেমা থেকে দূরে আছেন।

Comments

The Daily Star  | English

Govt move to hike port charges sparks concern

This will likely have a detrimental effect on the country's exports, alongside prices of imported products in domestic markets.

10h ago