শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে মামলা

ভারতের রাজস্থানের ভরতপুরে বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তারা যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ির প্রচারণায় অংশ নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এই মামলায় শুধু শাহরুখ ও দীপিকা নন, হুন্দাই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আনসো কিম, তারুণ গর্গ, স্থানীয় শোরুম মালিকের নাম মামলায় যোগ করা হয়েছে।
ভরতপুরের আইনজীবী কীর্তি সিংয়ের আবেদনের পর আদালত এফআইআর দায়েরের নির্দেশ দেন। এরপর মামলাটি ভরতপুরের মথুরা গেট থানায় নথিভুক্ত হয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
কীর্তি সিং জানান, হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ ও দীপিকার নামও এফআইআরে যুক্ত করা হয়েছে।
তার দাবি—এই দুই তারকাও কোম্পানির প্রতিনিধিদের মতোই সমানভাবে দায়ী।
মথুরা গেট থানার এএসআই রাধা কিশন বলেন, গাড়ির যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত বিষয়ে মামলা রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে।
Comments