এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল: শাকিব খান

প্রায় ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন শাকিব খান। আজ মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি। আগামীকাল ঢাকায় পৌঁছাবেন ঢালিউডের শীর্ষ এই অভিনেতা।
শাকিব খান
শাকিব খান। ছবি: সংগৃহীত

প্রায় ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন শাকিব খান। আজ মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি। আগামীকাল ঢাকায় পৌঁছাবেন ঢালিউডের শীর্ষ এই অভিনেতা।

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বসে শাকিব খান আবেগঘন কথা লিখেছেন নিজের ভেরিফায়েড ফেসবুকে।

শাকিব খান লিখেছেন, 'জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ—উপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত নয়টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই এবং আবারো আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।'

তিনি আরও লিখেন, 'তবে এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল।'

'দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। অন্যদিকে এও বুঝেছি, যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না।'

'এর মাঝেও আমার এগিয়ে চলার এই জীবনে অন্ধের মতো সবচেয়ে বড় সাপোর্ট ছিল, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো-কোটি ভক্ত-অনুসারী—যারা সবসময় আমার পাশে থেকেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে।'

'কেন জানি মনে হয় নিজের জীবন-দর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনা-জানা এবং বোঝার জন্য আমার এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল।'

Comments