সন্তানদের সঙ্গে চিত্রনায়ক ফারুক

ফারুক
পরিবারের সঙ্গে সিঙ্গাপুরের হাসপাতালে নায়ক ফারুক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নায়ক ফারুক প্রায় দেড় বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে সিঙ্গাপুরে গেছেন ছেলে শরৎ, মেয়ে ফারিহা ও ভাগনি লিমা। 

২০২১ সালের মার্চ মাসে সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তির পর থেকেই স্ত্রী ফারহানা পাঠান সেখানে আছেন।

গত ১৮ আগস্ট ৭৫ বছরে পা রেখেছেন নায়ক ফারুক। 

সোমবার ফেসবুকে পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবিতে পাওয়া গেল একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়ককে।

ফারুক
পরিবারের সঙ্গে সিঙ্গাপুরের হাসপাতালে নায়ক ফারুক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

 

Comments

The Daily Star  | English

Ishraque holds DSCC meeting as 'mayor'

Organisers said the event aimed to ensuring a cleaner Dhaka and improve civic services

1h ago