সেন্সর পেল ‘পায়ের তলায় মাটি নাই’

‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমার দৃশ্যে মোস্তফা মনওয়ার।

সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত সিনেমা 'পায়ের তলায় মাটি নাই'।

গতকাল সোমবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, গতকাল সিনেমাটি দেখে কোনো রকম কর্তন ছাড়াই মুক্তির অনুমতি দেওয়া হয়। শিগগির সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

বক্স অফিস নিবেদিত ও গল্প রাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে 'পায়ের তলায় মাটি নাই'। ছবিটি নির্মাণে সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক মীর মোকাররম হোসেন ও সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্সের তাহরিমা খান।

‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমার দৃশ্যে মোস্তফা মনওয়ার।

চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় 'পায়ের তলায় মাটি নাই' ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চিসহ অনেকেই।

বুসান (কোরিয়া), ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু, পুনেসহ শ্রীলঙ্কা, জাপান, নেপাল, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া মিলিয়ে বিশ্বের ১৪টি ফিল্ম ফেস্টিভ্যালে ইতোমধ্যে 'পায়ের তলায় মাটি নাই' সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

3h ago