সন্তানের জন্য এতদিন অপেক্ষা করেছি: মাহিয়া মাহি

মাহিয়া মাহি। ছবি: স্টার

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন। আগামী বছরের শুরুর দিকে মা হবেন তিনি। 

সোমবার রাতে মাহি নিজেই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সন্তান হওয়ার সুখবর জেনেছি দুই মাস আগে। মা হবো আরও ৬-৭ মাস পর।'

'এ অনুভূতি প্রকাশ করার মতো না। এই খবরটা পাওয়ার জন্য সারাজীবন অপেক্ষা করেছি,' বলেন মাহিয়া মাহি। 

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।

বর্তমানে সিনেমা হলে চলছে মাহিয়া মাহির 'লাইভ' সিনেমা। 

Comments

The Daily Star  | English
corruption-extortion-illustration-biplob-chakroborty

‘Now it’s our turn’ mindset fuelling abuse of power: TIB

While reforms are publicly touted, an ongoing culture of dominance, illegal occupation, and extortion resulting from "power abuse" by certain political parties is undermining public aspirations to build a democratic "New Bangladesh", it says

24m ago