শাকিব খানের নতুন সিনেমা

‘পরাণ’ নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমায় অভিনয় করবেন শাকিব খান।
শাকিব খান
শাকিব খান। ছবি: স্টার ফাইল ফটো

'পরাণ' নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমায় অভিনয় করবেন শাকিব খান।

এই সিনেমার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন রাফীকে। ইতোমধ্যে বিষয়টি চূড়ান্ত হয়েছে।

রায়হান রাফীর পরিচালনায় শাকিবের এই সিনেমাটি প্রযোজনা করবে বিগ স্ক্রিন এবং প্রযোজক টপি খান। এই সিনেমায় শাকিব খানের এসকে ফিল্মসও যুক্ত থাকবে।

রায়হান রাফী দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাকিব ভাইকে নিয়ে আগামীর সিনেমাটি বানাতে যাচ্ছি এটা কনফার্ম। "দামাল" মুক্তির পর আগামী নভেম্বরের শেষে শুটিংয়ে যাবো। এখন চিত্রনাট্যের কাজ চলছে। সিনেমার নাম ও নায়িকা শুটিংয়ে আগে জানাবো।'

তিনি আরও বলেন, 'শাকিব ভাইকে পেলাম। তাকে নিয়ে কিভাবে কাজ করবো তা দেখার জন্য অপেক্ষা করার অনুরোধ করছি।'

Comments