‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার টিজারে আরিফিন শুভর নজরকাড়া উপস্থিতি

নতুন বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ এর দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। 
আরিফিন শুভ। ছবি: স্টার

নতুন বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত 'মিশন এক্সট্রিম' এর দ্বিতীয় পর্ব 'ব্ল্যাক ওয়ার'। 

২০২৩ সালের ৬ জানুয়ারি দেশে ও বিদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।

আজ বুধবার মুক্তি পেয়েছে সিনেমার ৬৩ সেকেন্ডের একটি টিজার। টিজারে আরিফিন শুভর উপস্থিতি নজর কেড়েছে। 

আরিফিন শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নতুন বছরে সিনেমাটি মুক্তি পাবে। যারা আমার সিনেমা পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাক ওয়ার সিনেমাটি প্রত্যাশা পূরণ করবে আশা করি। টিজার প্রকাশ হওয়ার পর  সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের ভালোলাগার কথা বলছেন। সিনেমাটি মুক্তি পাওয়ার পর বাকিটা পর্দায় দেখতে পাবেন।'

'মিশন এক্সট্রিম' এর দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। 

'ব্ল্যাক ওয়ার' সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান প্রমুখ।

২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় 'মিশন এক্সট্রিম' এর প্রথম পর্ব।  

Comments