ভারতে ২ পুরস্কার পেয়ে আনন্দিত মিথিলা

রাফিয়াত রশীদ মিথিলা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

বাংলাদেশ ও কলকাতা মিলিয়ে ২ বাংলার সিনেমায় অভিনয় করছেন মিথিলা। সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভ্যালে 'মায়া' সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে পুরস্কার জিতেছেন তিনি। এ ছাড়া, পেয়েছেন মৈত্রী অ্যাওয়ার্ড।

কলকাতা থেকে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মিথিলা।

কেমন লাগছে দেশের বাইরে থেকে পুরস্কার পেয়ে?

অবশ্যই ভালো লাগছে। আমার অভিনীত 'মায়া' এখানে প্রদর্শিত হয়েছে। সত্যি কথা বলতে, এখানে এসেছিলাম মায়া সিনেমাটি সবার সঙ্গে দেখতে। কিন্তু পুরস্কার পাব ভাবিনি।

তারপর 'মায়া'র জন্য পুরস্কার পেলাম। এটা তো আনন্দের। সেই সঙ্গে এখানে মৈত্রী পুরস্কার পেয়েছি। ভারতে দুটি পুরস্কার পেয়ে আনন্দিত আমি।

হায়দ্রাবাদে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভ্যালের অভিজ্ঞতা যদি শেয়ার করতেন।

আমার নিজের সিনেমা এখনো হলে গিয়ে দেখিনি। দেশে যখন 'অমানুষ' মুক্তি পায়, তখন আমি বিদেশে ছিলাম চাকরির সুবাদে। এখানে অনেক বিচারক, অভিনয়শিল্পীসহ অনেকের সঙ্গে বসে 'মায়া' দেখার সুযোগ হলো। দারুণ অভিজ্ঞতা হলো। সামনা সামনি অনেকের প্রশংসা পেলাম। তেলেগুসহ অন্য ভাষার মানুষেরা প্রশংসা করেছেন আমার সিনেমার। এটা তো চমৎকার অভিজ্ঞতা আমার জন্য। আমি মনে করি, 'মায়া' সিনেমার অভিনেত্রী হিসেবে এই চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াটাই মূল উদ্দেশ্য ছিল।

মায়া তো মুক্তি পায়নি এখনো?

না। এটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যাচ্ছে, প্রশংসা পাচ্ছে। আশা করছি ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। দর্শক সেই সময় প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ পাবেন।

চলচ্চিত্র নিয়ে আপনার চাওয়া?

আমি চাই ভার্সেটাইল চরিত্রে অভিনয় করতে। অনেক বেশি কাজ করতে চাই না। অতটা সময়ও পাব না। তারপরও বেছে বেছে এবং ভালো ভালো কাজই করতে চাই।

একজন অভিনেত্রী হিসেবে নিজের মূল্যায়ন করা কি সম্ভব?

নিজেকে মূল্যায়ন করা কঠিন। কোনো শিল্পীই মনে হয় পারবেন না। আমিও পারব না। এই মূল্যায়ন করবেন দর্শক, চলচ্চিত্র বোদ্ধা।

কলকাতায় নতুন কোনো সিনেমার খবর দেবেন?

পাইপলাইনে আছে। সবকিছু চূড়ান্ত হলেই জানাব। দেখা যাক, কি হয়।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago