‘রেডিও’ আজ টেলিভিশনে পরে সিনেমা হলে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে নির্মিত ‘রেডিও’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে আজ মঙ্গলবার।
‘রেডিও’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে নির্মিত 'রেডিও' সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে আজ মঙ্গলবার।

আজ বিকেল ৩টায় চ্যানেল আইতে দেখানো হবে অনন্য মামুন পরিচালিত সিনেমাটি।

গতকাল রাতে এফডিসির জহির রায়হান কালার মিলনায়তনে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ারের পর চিত্রনায়ক রিয়াজ বলেন, '৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কারণে জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকাল ঋণী থাকবো। সেই ঘটনা তুলে এনে চলচ্চিত্র বানানো সত্যিই প্রশংসার দাবি রাখে। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে তখন কোনো রকম শর্ত ছাড়াই রাজি হই।'

পরিচালক অনন্য মামুন বলেন, '৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত "রেডিও" চলচ্চিত্রটি দলিল হিসেবে থাকার মতো। ইচ্ছে আছে পৃথিবীর বড় বড় উৎসবে সিনেমাটি পাঠাবো।'

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, প্রাণ রায়, নাদের চৌধুরী, এলিনা শাম্মীসহ অনেকেই।

Comments

The Daily Star  | English
Sheikh Hasina's Sylhet rally on December 20

Hasina doubts if JP will stay in the race

Prime Minister Sheikh Hasina yesterday expressed doubt whether the main opposition Jatiya Party would keep its word and stay in the electoral race.

3h ago