যে কারণে কাশ্মীর যাবেন অনন্ত-বর্ষা

‘কিল হিম’ সিনেমার গানের দৃশ্যধারণের জন্য ভারতের কাশ্মীরে উড়াল দেবেন অনন্ত জলিল ও বর্ষা জুটি। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অনন্ত-বর্ষা
বর্ষা ও অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

'কিল হিম' সিনেমার গানের দৃশ্যধারণের জন্য ভারতের কাশ্মীরে উড়াল দেবেন অনন্ত জলিল ও বর্ষা জুটি। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'কিল হিম' সিনেমার পরিচালক গানের লোকেশন দেখতে ভারতে গেছেন। আমিও এখন দেশের বাইরে আছি। দেশে ফিরে চলতি মাসের শেষদিকে ভারতের কাশ্মীরে গানের শুটিং হবে।

'সবমিলিয়ে সেখানে ১০ দিন শুটিং করলে গানের দৃশ্যধারণ হয়ে যাবে,' বলেন তিনি।

মোহাম্মদ ইকবাল পরিচালিত 'কিল হিম' সিনেমার বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে। মার্চ মাসের শুরুতে সিনেমাটির অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন  মার্শাল আর্ট কিং রুবেল।

এই জুটির সর্বশেষ সিনেমা 'দিন:দ্য ডে' গত বছর ঈদে মুক্তি পেয়েছিল। 

Comments