জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত, বাতিল শিগগির
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু তার সদস্যপদ এখনো পুরোপুরি বাতিল হয়নি। শিল্পী সমিতির উপদেষ্টা ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।
সংগঠন বিরোধী এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে অবমাননাকর কথা বলার জন্য জায়েদ খানের সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।
শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, 'চলচ্চিত্র শিল্পী সমিতির বেশিরভাগ কার্যনির্বাহী সদস্য তার সদস্যপদ স্থগিতের বিষয়ে মতামত দিয়েছেন। আগামীতে শিল্পী সমিতির উপদেষ্টা ও আইনজীবীদের সঙ্গে কথা বলে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।'
এর আগে খ্যাতিমান অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।
আইনি লড়াইয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ হারানোর পর অনেকেই আশঙ্কা করেছিলেন, জায়েদ খানের সদস্যপদ হারানো বিষয়ে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ শিল্পী সমিতির দায়িত্ব নেওয়ার ১ বছর মাথায় তার সদস্যপদ স্থগিত করার ঘটনা ঘটলো।
জায়েদ খান ২ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
Comments